X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘কোনও সাংবাদিককে যেন এই ক্রান্তিকালে ছাঁটাই করা না হয়’

বরিশাল প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ১৮:০১আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৮:০২

চেক বিতরণ করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম দেশের স্বার্থে সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘কোনও সাংবাদিককে যেন এই ক্রান্তিকালে ছাঁটাই করা না হয়। বেতনভাতা ও ওয়েজ বোর্ড যেন বাস্তবায়ন করা হয়।’ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সংবাদ মাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখতে চাই দেশের স্বার্থে। প্রয়োজনে সরকার আর্থিক সহায়তা করবে। সংবাদ মাধ্যমের সূক্ষ্ম দৃষ্টিতে আমরা অনেক কিছু করার প্রেরণা এবং সূত্র পাই। আমরা চাই, বস্তুনিষ্ঠ সংবাদের বিকাশ ঘটুক। সংবাদ মাধ্যমকে প্রকৃত সাংবাদিকদের কল্যাণে যেন ব্যবহার করা হয়। কোনোভাবেই যেন সাংবাদিকরা মালিক পক্ষের অবিচারের শিকারে পরিণত না হন।’

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘আমাদের আর খাদ্য সংকট দেখা দেবে না। আমরা দুর্ভিক্ষ মহামারির মুখামুখি হবো না। এই করোনাকালীন মহামারিতে কোনও মানুষকে লঙ্গরখানায় যেতে হয়নি। প্রধানমন্ত্রী যেকোনও সমস্যা মোকাবিলার ক্ষমতা রাখেন। তাই তিনি আমাদের সবাইকে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দলমতের ঊর্ধ্বে থেকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।’

শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বিবেচনায় আনেননি, মানুষ বিবেচনায় এনে বলেছেন—এরা আমার দেশের মানুষ। করোনার পর অনেক সমস্যা আসবে, সে কথা মাথায় রেখে শেখ হাসিনা সরকার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে।’

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নির্বাহী সদস্য সুশান্ত ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য শেখ মামুনুর রশীদ, সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সদস্য-সচিব মতিউর রহমান তালুকদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, বরিশাল প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল।

এ সময় বরিশাল বিভাগের চার জেলার মোট ১৭০ জনের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে বরিশালের ৭০, ঝালকাঠির ৩০, বরগুনার ৪০ এবং পিরোজপুরের ৪০ জন রয়েছেন। ভোলা এবং পটুয়াখালীর সাংবাদিকদের জন্য খুব শিগগিরই একইভাবে অর্থ সহায়তা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী