X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ক্রেতা নেই ‘রাজাবাবু’র

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ১৮:৪০আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৯:২১

১৮ মণ ওজনের ‘রাজাবাবু’ এখন বিক্রির অপেক্ষায়।

১৮ মণ ওজনের ‘রাজাবাবু’ নামে এক ষাঁড়ের দাম হাঁকানো হয়েছে ৪ লাখ টাকা। এই ষাঁড়টিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। তার সঙ্গে সেলফি উঠানোর হিড়িকও চলছে। অনেকে আবার এই ষাঁড়ের সঙ্গে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব কারণে ষাঁড়টি এখন আলোচিত। তবে এত আলোচনার পরও ক্রেতা নেই ‘রাজাবাবু’র। ষাঁড়টি শেষ পর্যন্ত বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন খামারি মাজেদ বিশ্বাস। তবে তিনি অনড়, দরকার হলে বেচবেন না তবুও দামে ছাড় দেবেন না।

জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে আব্দুল মাজেদ বিশ্বাস নামের এক খামারি এই ষাঁড়টি একান্তই শখের বসে নিজের বাড়িতে পালন করেন। দেশীয় জাতের গাভীকে উন্নত জাতের সিমেন দিয়ে এর জন্ম। ষাঁড়টির বয়স মাত্র দুই বছর দুই মাস। এরইমধ্যে এর ওজন হয়েছে  ১৮ মনেরও বেশি। আব্দুল মাজেদ কল্পনাও করেননি যে তার ষাঁড়টি এত বড় হবে। তার বাড়িতে গেলে তিনি দেখান, দেশীয় জাতের বর্তমানে একটি গাভী তার গোয়ালে রয়েছে। ছোটো বড় মিলে আরও ৩টা বাছুর তার গোয়ালে রয়েছে এখন। এই ছোটো বাছুরগুলোও ভবিষ্যতে রাজাবাবুর মতো হতে পারে বলে তার ধারণা।

ওই গ্রামের বাসিন্দা জাবের হোসেন জানান, মাজেদ বিশ্বাসের গরুর নাম ধরে ডাক দিলেই গরু বুঝতে পারে। মালিক যে নির্দেশ দেয় সেটাই রাজাবাবু পালন করে। আমার জানা মতে সাতক্ষীরায় রাজাবাবুর মতো বড় গরু খুবই কম আছে। এই গরুর ছবি ফেসবুক এবং গরু বিক্রির জন্য বিভিন্ন অনলাইনে দেওয়া হয়েছে।

ষাঁড়টির নাম রেখেছেন এর মালিক ‘রাজাবাবু’।

খামারী মাজেদ বিশ্বাস বলেন, রাজাবাবু প্রাকৃতিক খাবার খেয়ে সেরা গরু হিসেবে পরিচিতি লাভ করেছে। লাল রংয়ের রাজা বাবুর উচ্চতা ৫০ ইঞ্চি আর লম্বা ৯০ ইঞ্চি। ওজন ১৮ মণের বেশি হওয়ায় আমাদের গরুটির দাম ৪ লাখ টাকা নির্ধারণ করেছি। বেশ কয়েকজন ক্রেতা এসে আড়াই থেকে তিন লাখ টাকা দাম বলে গেছে। পরে আর কোনও ক্রেতার আগ্রহ দেখছি না। একটি গরু পালন করতে অনেক টাকা খরচ। তবে ৪ লাখের কমে ছাড়বো না। দরকার হলো এ বছর রেখে দেবো।

তিনি আরও বলেন, এই রাজাবাবু তাদের গ্রামটিকে অনেক এলাকার মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন তার রাজাবাবুকে দেখতে। ওয়েবসাইট ও ফেসবুক পেজে ক্রয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিশ্বাস বাড়ির আব্দুল মাজেদ বিশ্বাসের সঙ্গে। তার মোবাইল নম্বর: ০১৭৭১- ৪৫২৬৪২।

/টিএন/
সম্পর্কিত
স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন পার্লারের মালিক
কোটি টাকার সোনা ভারতে পাচারের সময় একজন আটক
ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, সাতক্ষীরা মেডিক্যালের হল বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়