X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে হাটে গরুর সংকট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জুলাই ২০২০, ১৭:৪০আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৭:৪৪

শেষ মুহূর্তে হাটে গরুর সংকট শেষ মুহূর্তে চট্টগ্রামের পশুর হাটগুলোতে কোরবানির পশুর সংকট তৈরি হয়েছে। বাজারে ক্রেতা থাকলেও গরু নেই। তাই পছন্দের গরু কিনতে নগরীর একাধিক বাজারে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতারা। গরু না পেয়ে অনেকে হাট থেকে গরু না কিনে বাড়ি ফিরছেন। অন্যদিকে বাজারে গরুর সংকট হওয়ায় শেষ মুহূর্তে এসে চড়া দামে গরু বিক্রি করছেন বেপারীরা।

শুক্রবার (৩১ জুলাই) নগরীর ঈদগাহ এলাকার বাসিন্দা নুরু নবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অফিস খোলা থাকায় এতদিন গরু কিনতে হাটে যেতে পারিনি। আজ সকালে সাগরিকা বাজারে গিয়ে দেখি খুব বেশি গরু নেই। তবে প্রচুর ক্রেতা আছে। পরে গরু পছন্দ করতে না পেরে সল্টগোলা হাটে যাই। সেখানেও একই অবস্থা। বাজারে খুব বেশি গরু নেই। হাতে গোনা কিছু গরু আছে। তবে দাম অনেক বেশি।’

চট্টগ্রাম নগরীতে বসা একাধিক পশুর হাটে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল থেকেই বাজারে গরুর সংকট তৈরি হয়। শুক্রবার সকাল পর্যন্ত সাগরিকা, বিবিরহাট, কর্ণফুলী পশুর হাট, এক কিলোমিটার, মইজ্জারটেকসহ প্রায় হাট গরু শূন্য হয়ে যায়। সকালে কয়েকটি হাটে খোঁজ নিয়ে দেখা যায়, ক্রেতাদের চাহিদা থাকলেও হাটে গরুর সংখ্যা ছিল খুবই কম। যে কয়েকটি গরু ছিল তা নিয়ে রীতিমতো ক্রেতাদের মাঝে কাড়াকাড়ি। তবে শুক্রবার সকাল আবারও বাজারে গরু আসতে শুরু করেছে। চাহিদা থাকায় বেপারীরা কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে গরু নিয়ে আসছেন। তবে এটা সংখ্যায় অনেক কম।

এদিকে বাজারে গরু আসতে শুরু করলে শেষ মুহূর্তে গরুর দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। বিবির হাট বাজারে গরু কিনতে এসেছেন হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা রশিদ আহমেদ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গরু রাখা কষ্টকর তাই এতদিন গরু নেইনি। আজ বাজারে গিয়ে দেখি গরু নেই। যা কয়েকটা আছে অনেক বেশি দাম।’

সাগরিকা পশুর হাটের ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার রাত পর্যন্ত বাজারে গরুর সংকট ছিল। বাজারে সংকট থাকায় বেপারীরা নতুন কয়েক ট্রাক গরু নিয়ে আসছেন। কয়েক ট্রাক গরু ইতোমধ্যে বাজারে এসেছে। এখন ক্রেতারা এলে গরু কিনতে পারবেন।’

একই কথা জানিয়েছেন বিবিরহাট গরু বাজারের ইজারাদার আরিফুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সব মিলিয়ে বাজারে ৪০ থেকে ৫০টা গরু আছে কিন্তু ক্রেতা অনেক বেশি। তাই অনেকে গরু না কিনে ফিরে যাচ্ছেন।’

কর্ণফুলী পশুর হাটের ইজারাদার আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর থেকেই বাজারে গরুর সংকট তৈরি হয়। কিন্তু বাজারে প্রচুর ক্রেতা আছে। অনেক ক্রেতা এসে গরু না পেয়ে ফেরত গেছেন। অনেকের বাজেটের সঙ্গে গরুর দাম মিলছে না।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক