X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অনলাইন হাটে মাত্র ১০ গরু বিক্রি!

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১৮:৫০আপডেট : ৩১ জুলাই ২০২০, ২০:২১

 

মুন্সীগঞ্জে পশুর অনলাইন হাট মুন্সীগঞ্জের একমাত্র অনলাইন পশুর হাট ‘মুন্সীগঞ্জের কোরবানির গরু’ থেকে মাত্র ১২টি ছাগলসহ মোট ৪৫৪টি পশুর বিবরণ দিয়ে বিক্রির উদ্দেশ্যে আপ করা হয়েছে। তবে শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত মাত্র ১০টি গরু বিক্রি হয়েছে। আটটি অর্ডারে বিক্রি হওয়া ১০টি গরুর মোট মূল্য ১৬ লাখ দুই হাজার টাকা।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সামিউল মাসুদ বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১০ দিন আগে অনলাইনে পশু বিক্রির সাইটটি চালু করা হয়েছে। করোনা ও বন্যার কারণে মানুষকে যেন হাটে যেতে না হয়, অনলাইনে পশু কিনতে পারেন, সেই চিন্তা থেকেই অনলাইন হাট চালু করেছিলাম। প্রথমত ই-কমার্স সাইট বাংলাদেশে সরকারিভাবে নাই। আর জেলা পর্যায়ে মানুষকে এ বিষয়ে এত দ্রুত অবগত করা মুশকিল। আবার অনলাইনে এক ধরনের অনাস্থাও থাকে। সব মিলিয়ে বেচাকেনা খুব কম হয়েছে। তবু বলা যায়, শুরুটা মোটামুটি ঠিক আছে।

তবে, হাটের বেচাকেনা বাড়াতে ও সফলতার জন্য আরও প্রচারণার প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, অনলাইন এই পশুর হাটে দেশি, ভারতীয়, ক্রসব্রিড, শাহীওয়াল, সিন্ধি, নেপালি, ফ্রিজিয়ান জাতের গরু বিক্রি করা হয়েছে। এছাড়া ১২টি ছাগল ও দুটি মহিষও বিক্রির জন্য সাইটে আপ করা হয়েছে।

মুন্সীগঞ্জের পশুর হাট এদিকে, মুন্সীগঞ্জের হাটগুলোতে পশুর তুলনায় ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গরু ছাগলের দাম বেশ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার বিকালের পর থেকে হাটগুলোতে পশুর চাহিদার বিপরীতে সংখ্যা কমতে থাকায় খামারি ও বেপারিরা পশুর দাম বৃদ্ধি করে।

মুন্সীগঞ্জ বিসিক হাটে গরু কিনতে আসা ক্রেতাদের অনেকে বলছেন, বৃহস্পতিবারের তুলনায় গরুর দাম অনেক বেশি। হাটে গরুও কম, ক্রেতা বেশি। গতকাল যে গরু ৭০/৮০ হাজার চেয়েছিল, সেই সাইজের গরু আজ সোয়া লাখ টাকায় বিক্রি হচ্ছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা