X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

এক ছেলে নিহত ও আরেক ছেলে আহতের খবরে মা জীবন্মৃত

উজ্জল চক্রবর্তী, কসবা থেকে ফিরে
০৬ আগস্ট ২০২০, ১৬:৫০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৭:৫১

এক ছেলে নিহত ও আরেক ছেলে আহতের খবরে মা জীবন্মৃত

লেবাননের বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের একই পরিবারের ছোট ভাই রাসেল নিহত ও বড় ভাই সাদেক আহত হয়েছেন।এই ঘটনা জানার পর থেকে রাসেলের মা-ভাইসহ পরিবারের সদস্যরা বার বার কান্নায় জ্ঞান হারাচ্ছেন। দুই ছেলের এমন শোক সংইতে না পেরে বেঁচে থেকেও জীবনের সাধ হারিয়ে ফেলেছেন মা। এদিকে একই উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামের একই পরিবারের চারজন সদস্য আহত হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা বাকরুদ্ধ।

স্বজনসহ রাসেলের পরিবারের সদস্যরা জানান, একটু সুখের আশায় ২০১৫ সালে রাসেলকে লেবাননের রাজধানী বৈরুতে নিয়ে যান বড় ভাই সাদেক আলী। সেখানে রাসেল তার বড় ভাইয়ের সঙ্গে একই পেট্রোল পাম্পে কাজ করতেন। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে লেবাননের রাজধানী বৈরুতে পর পর দুটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় রাসেল ওই পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন। বহুতল ভবনের বিচ্ছিন্ন অংশ রাসেলের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় অফডিউটিতে থাকা তার বড় ভাই সাদেক আলী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তার মাথায় ৩৬টি সেলাইয়ের প্রয়োজন হয়। পরে আহত সাদেক আলীসহ সেখানে থাকা বন্ধু ও স্বজনরা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা গ্রামের বাড়িতে খবর দিলে শুরু হয় শোকের মাতম।

নিহত রাসেলের মা পারুল আক্তার কান্নায় ভেঙে সংজ্ঞা হারাচ্ছেন বারবার। তিনি বাকরুদ্ধ হয়ে কখনও ঘরে, কখনও পকুরপাড়ে গিয়ে সন্তানের ছবি নিয়ে বসে আছেন। যে কোনেও মূল্যে সন্তানের লাশ দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্যে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তিনি।

এদিকে দেশে থাকা রাসেলের অপর বড়ভাই লিয়াকত আলীও কান্নায় বাকরুদ্ধ। রাসেলের ছোট বেলার খেলার সঙ্গী চাচাতো ভাই রমজান মিয়া জানান, অসময়ে চলে যাবে বলেই কী রাসেল এতো বিনম্র স্বাভাবের ছিলেন!

এদিকে খবর পেয়ে কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন রাসেলের বাড়িতে ছুটে যান। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের সহায়তায় লাশ যেন দেশের মাটিতে ফিরিয়ে আনা হয় সেই উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এদিকে, একই উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামের মরহুম জহুর আলী ভূইয়ার ছেলেসহ একই পরিবারের চারজন বিস্ফোরণে আহত হয়ে লেবাননের একটি হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। মরহুম জহুর আলী ভূইয়ার বড় ছেলে কবীর হোসেন ভূইয়া জানান, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টার দিকে জোড়া বিস্ফোরণের ঘটনার সময় তারা একটি ফ্ল্যাটে ছিলেন। কিন্ত বিস্ফোরণে কেঁপে ওঠে তাদের ভবন। এসময় জানালার কাঁচসহ পাশের ভবনের ধ্বংসাবশেষের আঘাতে তারা আহত হন।

আহতরা হলেন- কবীর হোসেন ভূইয়ার ছোট ভাই সুমন ভূইয়া, তার স্ত্রী শিরিন আক্তার, শিশু কন্যা সামিরা আক্তার ও ভাগিনা শাওন ভূইয়া। তারা বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের