X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঈদের পাঁচ দিন পর স্পেশাল সার্ভিস!

সালেহ টিটু, বরিশাল
০৭ আগস্ট ২০২০, ২২:৫৬আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:৫৯

স্পেশাল সার্ভিস লঞ্চে যাত্রীদের এমন উপচে পড়া ভীড়ই চোখে পড়েছে ঢাকামুখী যাত্রীর চাপ সামাল দিতে ঈদের পাঁচ দিন পর বরিশাল-ঢাকা নৌ রুটে ‘স্পেশাল সার্ভিস’ চালু করেছে বিআইডব্লিউটিএ। স্বাস্থ্যবিধি রক্ষায় নিয়মিত ৬টি লঞ্চের পাশাপাশি স্পেশাল সার্ভিসে আরও ৯টি লঞ্চ শুক্রবার (৭ আগস্ট) যাত্রী নিয়ে বরিশাল নৌ-বন্দর ছেড়েছে। লঞ্চের ছাদে পর্যন্ত যাত্রী নেওয়া হয়েছে। প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন করায় স্বাস্থ্যবিধির নূন্যতম বালাই ছিল না।

নিয়মিত সার্ভিসে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দিবা সার্ভিসের এমভি গ্রীনলাইন-৩, নৈশ সার্ভিসের এমভি অ্যাডভেঞ্চার-৯, এমভি কুয়াকাটা-২, এমভি পারাবত-১১, এমভি সুন্দরবন-১১ এবং এমভি সুরভী-৯।

স্পেশাল সার্ভিসে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এমভি পারাবত-৯, এমভি মানামী, এমভি অ্যাডভেঞ্চার-১, সুরভী-৮, এমভি সপ্তবর্ণা-১০, এমভি কীর্তনখোলা-১০, এমভি রেডসান-৫, এমভি রাজহংস-১০ এবং এমভি ডায়মন্ড-৩।

করোনাকালীন ঈদুল আজহায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত খুব বেশি সংখ্যক মানুষ গ্রামে আসেনি। যারা এসেছিলেন তারাও কর্মস্থলে ছুটতে শুরু করেন ঈদের পরদিন থেকে। গত ৫ দিন ধরে বরিশাল নদীবন্দর থেকে ৫-৬টি লঞ্চ টইটম্বুর যাত্রী নিয়ে নির্ধারিত সময়ের পূর্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ কারণে কয়েক হাজার যাত্রী বৃহস্পতিবার লঞ্চে উঠতে ব্যর্থ হয়ে নদীবন্দরে সময় কাটায়। অথচ আগেভাগে স্পেশাল সার্ভিস দেওয়া হলে স্বাস্থ্যবিধি রক্ষাসহ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো না বলে অভিমত যাত্রীদের।

শুক্রবার বরিশাল নদীবন্দরে স্বাভাবিক ঈদ মৌসুমের চিত্র দেখা যায়। নদীবন্দর থেকে এদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ১৫টি বিলাসবহুল বিশালাকার লঞ্চ। প্রতিটি লঞ্চেই ছিল যাত্রীদের উপচে পড়া ভীড়। প্রতিটি লঞ্চে মাস্কবিহীন অনেক যাত্রী দেখা গেছে। লঞ্চগুলোতে জীবানুনাশকসহ সুরক্ষা সামগ্রী ছিল নামমাত্র। কোনও লঞ্চের যাত্রীদের শারীরিক দূরত্ব রক্ষা হয়নি। লঞ্চ কর্তৃপক্ষ শুধু মাইকে ঘোষণা দিয়েই স্বাস্থ্যবিধি রক্ষার দায়িত্ব পালন করেছে। বিধি রক্ষায় লঞ্চ কোম্পানিগুলোর তৎপরতাও ছিল লোক দেখানো। যদিও স্বাস্থ্যবিধি রক্ষায় বরিশাল নদীবন্দরে কাজ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, ঢাকামুখী লঞ্চে যাত্রীদের চাপ বেশি থাকায় নির্ধারিত সময়ের আগেই সবগুলো লঞ্চকে নদীবন্দর ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এছাড়া ঢাকামুখী ভায়া লঞ্চগুলোকে বরিশাল নদীবন্দরে নোঙর করতে দেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি রক্ষায় যাত্রী এবং লঞ্চ কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র বরিশালের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) আজমল হুদা মিঠু সরকার জানান, ঈদের পর শুক্রবার বরিশাল নদীবন্দরে ঢাকামুখী জনস্রোত ছিল বেশি। এ কারণে শৃঙ্খলা এবং স্বাস্থ্যবিধি রক্ষায় নিয়মিত ৬টি লঞ্চের পাশাপাশি স্পেশাল সার্ভিসে আরও ৯টি লঞ্চকে অনুমতি দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতিতে প্রতিটি লঞ্চকে নির্ধারিত সময়ের আগেই বন্দর ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা