X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাজশাহী ‘মসজিদ মিশন একাডেমী’র বিরুদ্ধে এমপি বাদশার দুর্নীতির অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ০০:১৭আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:১৮

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহীর মসজিদ মিশন অ্যাকাডেমি গত ১০ বছরে ১১ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য এ তথ্য তুলে ধরেন।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে বাদশা বলেন, ২০০৬-০৭ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত রাজশাহীর মসজিদ মিশন অ্যাকাডেমি ১১ কোটি টাকা ব্যয় দেখিয়েছে। অথচ এই ব্যয় ব্যাংক চেকের মাধ্যমে করা হয়নি। নগদে খরচ করা হয়েছে। নগদে পাওনা পরিশোধ দেখানোর কারণে টাকা ব্যয়ে কোনও স্বচ্ছতা নিশ্চিত হয়নি। নগদে ব্যয়ের ক্ষেত্রে অর্থ আত্মসাতের সুযোগ থাকায় সেই ব্যয় যথাযথ নয়। বরং আর্থিক বিধিমোতাবেক আত্মসাৎ হিসেবে গণ্য হবে।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত মসজিদ মিশন অ্যাকাডেমি বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জেলা শাখা সমাজকল্যাণ দফতর কর্তৃক একটি সংস্থা হিসেবে বিবেচিত। সংস্থাটি ১৯৭৬ সালে জেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধিত হলেও সংস্থা হিসেবে বর্তমানে এর কোনও বৈধতা নাই। ১৯৭৬ সালের পর থেকে তা নবায়ন করা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত নয়। অথচ সমাজসেবা দফতরের নিবন্ধনকৃত সেই অবৈধ সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে । অ্যাকাডেমিটি স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম পরিচালিত করে আসছে।
‘মসজিদ মিশন একাডেমী’, রাজশাহী সংসদ সদস্য বাদশা বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি রাজশাহী মহানগরের কেন্দ্রস্থলে অবস্থিত থাকায় দীর্ঘদিন স্বাধীনতাবিরোধী শক্তি ও জঙ্গিবাদীরা একে কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে। এই প্রতিষ্ঠানের বেশ কিছু সংখ্যক শিক্ষক জামায়েত ইসলামের সঙ্গে যুক্ত এবং তাদের বিরুদ্ধে সরকারবিরোধী জঙ্গি তৎপরতার কারণে বিভিন্ন ফৌজদারি মামলাও রয়েছে।
মসজিদ মিশন অ্যাকাডেমির অধ্যক্ষ নুরুজ্জামান খান জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। গত বছর অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি। আগে কি হয়েছে তা আমার জানা নেই। সংসদ সদস্য বাদশা কি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তা-ও আমার জানা নেই। তবে পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ থেকে পূর্বের অধ্যক্ষের সময়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। তা আমি এখনও পড়ে দেখেনি।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ