X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘নদীভাঙন রোধে মুন্সীগঞ্জে ৪৩৪ কোটি টাকার প্রকল্প’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৭:৩৫আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৭:৫০

মুন্সীগঞ্জে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘মুন্সীগঞ্জ জেলায় নদীভাঙন রোধে ৪৩৪ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হবে। পর্যায়ক্রমে সব উপজেলায় স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সাংবাদিকদের উপমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি গজারিয়ার গোয়ালগাঁও, ইসমানিরচর, নয়ানগর এলাকার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। এছাড়া ইসমানিরচরে ত্রাণ বিতরণ করেন। ফুলদী নদীর পাড়ে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, ‘মুন্সীগঞ্জ শহররক্ষা বাঁধ সংস্কার করা প্রয়োজন। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে এবারের বর্ষায় রক্ষা হলেও আগামী বর্ষায় যেন জিও ব্যাগ ফেলা না লাগে। শহররক্ষা বাঁধকে টেকসই করতে হবে। ২৫-৩০ বছরের মধ্যে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য বাঁধের টেকনিক্যাল কমিটি সাত দিনের মধ্যে গঠন করা হবে। এক্সপার্ট প্রকৌশলী, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিরা এখানে টেকসই বাঁধের জন্য কাজ করবেন। বর্ষার আগেই এটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গজারিয়া উপজেলায় এক কিলোমিটারের বেশি স্থায়ী বাঁধ ১৫-১৬ কোটি টাকা ব্যয়ে করা হবে। মুন্সীগঞ্জ শহররক্ষা বাঁধটির জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এই টাকায় হবে না, তাই পরবর্তীতে তা বাড়ানো হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা