X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দু্র্ভোগের অপর নাম কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক

মাসুদ আলম, কুমিল্লা
১২ আগস্ট ২০২০, ২০:১১আপডেট : ১২ আগস্ট ২০২০, ২০:১১

অসংখ্য খানাখন্দে ভরা সড়ক কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচ কিলোমিটার যেতে লাগে দেড় ঘণ্টারও বেশি সময়। বেহাল এই সড়কে যাতায়াতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টিতে এই দুর্ভোগ আরও বেড়েছে।

মঙ্গলবার সরেজমিন দেখা যায়, লালমাই বাজারের দক্ষিণ অংশ থেকে গর্তে ভরা সড়ক শুরু হয়েছে। প্রতিটি গর্তের গভীরতা এক থেকে তিন ফুটের বেশি। মাঝে অসংখ্য খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে আস্তে আস্তে গাড়ি চলছে। এই অবস্থা পাঁচ কিলোমিটার সড়ক জুড়ে। ভয়ঙ্কর এই সড়ক দিয়ে চলাচলে মুমূর্ষু রোগীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এদিকে, কোরবানির ঈদের আগের দিন সড়কের বাগমারা বাজারে গভীর গর্তের মধ্যে নোয়াখালীগামী একটি বাস আটকে যায়। এজন্য প্রায় তিন ঘণ্টা দুই পাশের গাড়ি চলাচল বন্ধ থেকে তৈরি হয় তীব্র যানজট।

এই সড়কে বেশি ভয়ঙ্কর কুমিল্লার বাগমারা বাজারের এক কিলোমিটার, লাকসামের মিশ্রি ও জংশনের দুই কিলোমিটার, হাউজিং বাইপাসের দুই কিলোমিটার অংশ।  ভাঙা সড়কে প্রতিনিয়ত যানবাহন আটকে যাচ্ছে। এছাড়া এই মহাসড়কের সোনাইমুড়ী চাষির হাট, নাথেরপেটুয়া, সোনাইমুড়ি-চৌরাস্তায় পিচ ঢালাই সড়কের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বর্ষায় বেড়েছে দুর্ভোগ সূত্রমতে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার পণ্যবাহী গাড়ির চালক ও যাত্রীরা। অসংখ্য খানাখন্দের পাশাপাশি বিজয়পুর, মনোহরগঞ্জের খিলাবাজার, বিপুলাসার ও নাথের পেটুয়া বাজার এলাকার রাস্তা সরু হওয়ায় প্রায়ই যানজট লেগে থাকে। সড়কটির দু’পাশে পানি নিষ্কাশনে কোনও ড্রেনেজ ব্যবস্থা নেই।

দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ‘বাজারের হাউজিং বাইপাসের বেহাল অবস্থা। রাস্তার বেহাল দশার কারণে এ বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। এ সড়কটির দূরবস্থার কারণে পণ্যবাহী যানবাহন চালকরা ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করেন।’

এই সড়কের নিয়মিত চলাচলকারী কুমিল্লার চৌরঙ্গী মার্কেটের ব্যবসায়ী আবদুল আউয়াল জানান, বেহাল দশার কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সপ্তাহে দুই থেকে তিন বার এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। গত দুই-আড়াই বছর যাবৎ এই দুর্ভোগ চলছে।’

বাসচালক কামাল হোসেন বলেন, ‘নোয়াখালী-কুমিল্লা সড়কের চেয়ে প্রত্যন্ত গ্রামের রাস্তাও ভালো। এ সড়কের ওপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সড়কের গর্তে ঢেউ তুলে গাড়ি চালাই, সড়কে না পুকুরে গাড়ি চলে বোঝা যায় না!’

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ বলেন, ‘বর্তমানে রাস্তার অবস্থা খারাপ হলেও করোনার কারণে সংস্কার কাজ ঠিকভাবে করা যায়নি। সংস্কারের চেষ্টা করছি।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক