X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় দানকারী প্রতারক আটক

কুমিল্লা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ০০:২৯আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০০:৩৪




প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় দানকারী প্রতারক আটক কুমিল্লায় শরীফ উদ্দিন নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নামের প্রথমে শেখ ব্যবহার করে প্রতারক শরীফ কখনও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব, আবার কখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং বর্তমানে আওয়ামী লীগ সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। নিজের বাড়ি গোপালগঞ্জ এবং মুজিব কোট ও নৌকার ব্যাজ পরে তিনি প্রতারণা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ আগস্ট) বিকালে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ইটিল্যাব (ইউনানি) ফ্যাক্টরি থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নেত্রকোনা জেলার ওয়াজেদ আলীর ছেলে প্রতারক শরীফ উদ্দিন। এইচএসসি ভোকেশনাল পর্যন্ত লেখাপড়া করেছে। ভিন্ন পরিচয়ে তার দুটি ফেসবুক আইডি রয়েছে। এসব আইডিতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি এডিটিঙয়ের মাধ্যমে প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করে আসছিলো। এরই মাঝে ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয়ে প্রতারক শরীফ সখ্যতা গড়ে তোলে কুমিল্লা নগরীর বাসিন্দা ডা. বদরুল ইসলাম ও তার স্ত্রী হাবিবা ইসলাম খানের সঙ্গে।

বুধবার দুপুরে ওই চিকিৎসকের বাসায় চার সঙ্গী ও স্থানীয় কিছু ছেলের মোটরসাইকেল বহর নিয়ে সে হাজির হয় এবং তাদের ফ্যাক্টরি পরিদর্শন করেন। এদিকে ফেসবুক আইডির লিংক ধরে কুমিল্লা জেলা পুলিশের সাইবার ইউনিট পর্যবেক্ষণ করে বিকাল ৩টার দিকে তাকে আটক করে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও তানভীর সালেহীন ইমন প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী