X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আ.লীগের শোক দিবসের কর্মসূচিতে জামায়াত নেতা প্রধান অতিথি!

ফেনী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ০০:১৪আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০১:০৭

ছবি: সংগৃহীত ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়ন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচিতে উপজেলা জামায়াতের দুই নেতাকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টুকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (১৭ আগস্ট) পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শানো নোটিশে বলা হয়, ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচিতে উপজেলার চিহ্নিত দুই শীর্ষ জামায়াত নেতাকে প্রধান ও বিশেষ অতিথি করা হয়। সম্মানের সঙ্গে প্রধান ও বিশেষ অতিথির আসন দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ারও সুযোগ পান তারা। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।

শোকজে আরও উল্লেখ করা হয়, একই অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম মজুমদার বাদল উপস্থিত হলেও তাকে সম্মানজনক আসন না দেওয়া এবং জামায়াত নেতাদের প্রধান ও বিশেষ অতিথি করায় অপমানিত হয়ে সভাস্থল ত্যাগ করেন এবং তাৎক্ষণিক জেলা ও উপজেলা নেতাদের বিষয়টি অবহিত করেন।

শোকজে এ ঘটনায় আগামী তিন দিনের মধ্যে চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টুকে তথ্য-প্রমাণসহ ন্যক্কারজনক ঘটনার বিষয়ে সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অভিযোগ করেন, পরশুরাম উপজেলা জামায়াত নেতা মাওলানা নুর মুহাম্মদ এবং ইউনিয়ন জামায়াতের নেতা আনোয়ার শাহের বিরুদ্ধে আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুরসহ বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ ও সরকার বাদী একাধিক মামলা রয়েছে।

উপজেলা আওয়ামী লীগ অফিস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদারের বাসায় হামলা ও ভাঙচুরের মামলায় নূর মুহাম্মদ ইতোপূর্বে তিন মাস কারাভোগ করেছেন।

অন্যদিকে ২০১৪ সালের মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের একটি মসজিদে নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগে ৪০ জন শিবিরকর্মীসহ আনোয়ার শাহকে পরশুরাম থানা পুলিশ আটক করেছিল।

জামায়াতের দুই নেতার পরিচয় নিশ্চিত করে জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লেয়াকত আলী জানান, মাওলানা নূর মুহাম্মদ পরশুরাম উপজেলা জামায়াতের আমির ও আনোয়ার শাহ জামায়াতের রুকন। তবে তারা শোক দিবসের কোনও অনুষ্ঠানে গিয়েছিলেন কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে জেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মির হোসেন মিরু, হাবিবুল্লা হাবিব ও যুবলীগ নেতা মনছুর অভিযোগ করেন, মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টু দলীয় ত্যাগী নেতাকর্মীদের মামলা হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করে কোণঠাসা করে রেখেছেন। গত ১০ বছর ধরে ইউনিয়ন বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। বিভিন্ন কর্মকাণ্ডে জামায়াত ও বিএনপি নেতাদের তিনি প্রতিষ্ঠিত করেছেন বলেও অভিযোগ করেছেন তারা।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‌‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‌‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা