X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মশারি জালে ধ্বংস হচ্ছে কাপ্তাই হ্রদের পোনা মাছ

জিয়াউল হক, রাঙামাটি
০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪২

কপ্তাই হ্রদে নিষিদ্ধ মশারি জালে ধরা হচ্ছে মাছ একে তো এ বছর কাপ্তাই লেকে নেই পর্যাপ্ত পানি। অন্যদিকে নিষিদ্ধ থাকার পরও হরহামেশাই ব্যবহার হচ্ছে মশারি জাল। এতে করে মৎস্য শিকার শুরু হওয়ার পর লেকে কার্প জাতীয় পোনা মাছ ধরা পড়ছে বেশি। ফলে এই হ্রদের মৎস্য সম্পদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে পোনা মাছ শিকারে কড়া হুঁশিয়ারির কথা জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কর্তৃপক্ষ।

প্রতিবছর মাছের প্রজনন বৃদ্ধির জন্য মে থেকে জুলাই মাস পর্যন্ত নিষিদ্ধ থাকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ। এই সময়ে বিএফডিসির পক্ষ থেকে অবমুক্ত করা হয় কার্প জাতীয় মাছের পোনা। এরপর বর্ষার বৃষ্টিতে হ্রদ পূর্ণ হলে বেড়ে উঠে পোনাগুলো। কাপ্তাই হ্রদে মাছ শিকার

৭২৫ বর্গকিলোমিটারের এই হ্রদে এই বছরে ৪৩ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। ১৯৬৫-৬৬ সালে কাপ্তাই হ্রদে ১২০৬ দশমিক ৬৩ মেট্রিক টন মাছ আহরণ করা হতো। ২০১৮-১৯সালে তা গিয়ে দাঁড়ায় ১০৫৭৭ দশমিক ৮৮ মেট্রিক টনে।

এবছর বৃষ্টি কম হওয়ায় স্বাভাবিকের চেয়ে পানি কম রয়েছে হ্রদে। ফলে মাছ শিকার শুরু হওয়ার পর সহজেই জেলেদের জালে ধরা পড়ছে পোনা মাছগুলো। এছাড়া নিষিদ্ধ হলেও, হ্রদে হরহামেশা ব্যবহার হচ্ছে মশারি জাল, যা কেচকি জাল নামেও পরিচিত। ফলে দেশের সবচেয়ে বড় এই কৃত্রিম হ্রদের মৎস্য সম্পদ এখন হুমকির মুখে। কাপ্তাই হ্রদে মাছ শিকার

কাপ্তাই হ্রদের জেলে দুলাল দাস জানান, হ্রদে পানি এবছর কম। মাছ ধরার জন্য হ্রদ খুলে দেওয়া হলেও কার্প জাতীয় পোনাগুলো বড় হতে পারেনি। অন্যদিকে হ্রদে পানি পরিপূর্ণ থাকলে পোনাগুলো লুকিয়ে থাকার সুযোগ পায়, পানি কম থাকায় সেটি সম্ভব হচ্ছে না। ফলে পোনা মাছগুলো অনায়াসে ধরা পড়ছে জালে।

অরেক জেলে সঞ্জয় দাস বলেন, আমাদের জালে পোনা মাছ ধরা পরলে আমরা পরে ছেড়ে দেই। কারণ এগুলো বড় হলে তো আমরাই পাবো। মাছ বড় হলে দামও বেশি পাওয়া যাবে। কাপ্তাই হ্রদ থেকে ধরা হচ্ছে বিপুল পরিমাণ পোনা মাছ

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বলেন, এভাবে যদি পোনা মাছ নিধন হতে থাকে তাহলে এই লেক মাছ শূন্য হতে সময় লাগবে না। লেক খুলে দেওয়ার প্রথম দিনে যে পরিমাণ মাছ জেলেদের জালে ধরা পড়েছে একমাস পর তার চিত্র পুরোটা উল্টো। তিনি আরও জানান, প্রথম দিকে ঢাকায় ৩০-৪০ ড্রাম মাছ পাঠাতে পারলেও এখন ৫-১০ ড্রামের বেশি মাছ পাঠানো সম্ভব হচ্ছে না। কাপ্তাই হ্রদ থেকে ধরা পোনা মাছ বিক্রি হচ্ছে স্থানীয় বাজারগুলোতে

রাঙামাটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী জানান, বর্ষার বৃষ্টিতে হ্রদ পূর্ণ হওয়ার পর পোনাগুলো প্রাকৃতিকভাবে বেড়ে উঠে। কিন্তু এবছর বৃষ্টি কম হওয়ায় স্বাভাবিকের চেয়ে পানি কম রয়েছে হ্রদে। এতে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার শুরু হওয়ার পর সহজেই পোনা মাছগুলো জেলেদের জালে ধরা পড়ছে। বিশেষ করে নিষিদ্ধ মশারি জালে ধ্বংস হচ্ছে কার্প জাতীয় মাছ। এটি বন্ধ করা না গেলে বিলুপ্ত প্রজাতির তালিকায় চলে যাবে কার্প জাতীয় মাছ। কাপ্তাই হ্রদে মাছ শিকার

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি অফিসের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, পোনা মাছগুলো পাড়ায় পাড়ায় বিক্রি হয় বলে শুনেছি। পোনা মাছ বিক্রির বিষয়ে কড়াকড়ি আরোপের পাশাপাশি জিরো গিয়ার জাল ব্যবহার সম্পর্কে নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া চলছে। যারা এসব পোনা মাছ শিকার ও বিক্রি করছে তাদের বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা কথা বলে জানালেন বিএফডিসি এই কর্মকর্তা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া