X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

২০ লাশ দাফনের পর করোনা আক্রান্ত হলেন ইফার কর্মকর্তা

মাগুরা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭

মুহাম্মদ মনিরুজ্জামান করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত ২০টি লাশ দাফনে নেতৃত্ব দেওয়ার পর নিজেই করোনা আক্রান্ত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশন (ইফা), মাগুরার সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। এই অবস্থায়ও তিনি থেমে নেই। মোবাইল ফোনের মাধ্যমে তার টিমকে করোনায় মৃতদের লাশ দাফনে উৎসাহ ও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে দাফন হয়েছে আরও দু’টি লাশ।

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন স্থানে মৃত ব্যক্তির লাশের কাছে যখন কেউ যেতে চাচ্ছিলেন না, তখন লাশ দাফনের দায়িত্ব পান মনিরুজ্জামানের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের দাফন-কাফন টিম। এ টিমের সদস্যরা লাশের গোসল, কাফন পরানো, জানাজা, এমনকি কবর খোড়াসহ সব দায়িত্ব পালন করে আসছেন। এই দলের নেতৃত্বে থাকা মনিরুজ্জামান সব দাফনেই নিজ হাতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এরই ধারাবাহিকতায় জেলায় একনাগাড়ে ২০টি লাশ দাফনের পর জ্বর, ঠান্ডা কাশিসহ শারীরিকভাবে অসুস্থ বোধ করলে করোনা টেস্ট করানোর জন্য নমুনা জমা দেন তিনি। গত ২৬ আগস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পরে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।

মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে লাশ দাফনে অংশ নেয় তার টিম মনিরুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্দেশ ও জেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা ৬ সদস্যের টিম মাগুরায় করোনায় মৃতদেহ দাফনে দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধ করতে পারিনি। তবে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হিসেবে করোনাযুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। এ কাজে মাগুরার সংসদ সদস্যসহ সব রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ আমাদের সহায়তা করছেন। বিশেষ করে আমার দলের সদস্যদের সাহসী ভূমিকা কাজটিকে সহজ করে দিয়েছে।’

করোনা আক্রান্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সতর্ক থেকেছি, তবে ভয় পাইনি। আক্রান্ত হতেই পারি, তা মেনে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সবার কাছে আমি দোয়া কামনা করছি, যেন আবার আমি কাজে ফিরতে পারি।’

তার দলের অন্যতম সদস্য মসজিদভিত্তিক গণশিক্ষা কর্মসূচির শিক্ষক শহীদুল ইসলাম রেন্টু বলেন, ‘মনিরুজামান আমাদের নেতৃত্ব দিচ্ছেন বটে। তবে লাশের গোসল, জানাজা পড়ানো, দাফন প্রতিটি কাজই তিনি নিজ হাতে করেন। আমরা তার সঙ্গে থাকি। তার নির্দেশমতো কাজ করি। এ রকম সাহসী এবং মানবতাবাদী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’

/আইএ/
সম্পর্কিত
বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বিক্রির পর  ১২০ বস্তা জব্দ
সর্বশেষ খবর
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ