X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রংপুর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা: সমর্থকদের থানা ঘেরাও

লিয়াকত আলী বাদল, রংপুর
০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৮

কোতয়ালি থানা ঘেরাও করে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রংপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা তার পক্ষ-বিপক্ষ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। রনির সমর্থকরা শনিবার রাতে ও রবিবার দুপুরে দুই দফা মেট্রোপলিটান পুলিশের কোতয়ালি থানা ঘেরাও করে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন। দুবারই এক-দেড়ঘণ্টা অবস্থান করে তারা চলে গেছেন।  এদিকে, মামলা দায়েরের ২৪ ঘণ্টা পরেও প্রধান আসামি রনিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদসহ কোনও পুলিশ কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান কানন বলেছেন, ‘যেহেতু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে, তাই তদন্ত সাপেক্ষে আইনগতভাবেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এতে আমাদের কিছুই বলার নেই।’ সমর্থকদের থানা ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, ‘রংপুর ছাত্রলীগ এর দায় নেবে না।’

অন্যদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রংপুর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। একটি অংশ চাচ্ছে, রনি অপরাধ করে থাকলে তার বিচার হোক। আবার কেউ কেউ রনির পক্ষে অবস্থান নিলেও তাদের কোনও তৎপরতা লক্ষ করা যায়নি। এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ অন্য নেতাদের বেশ কয়েকবার ফোন করা হলেও তারা কেউই কল রিসিভ করেননি।

এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ছাত্রলীগের জেলা সভাপতি রনি ও তার তিন সহযোগীর বিরুদ্ধে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই স্কুলশিক্ষিকা। মামলা রেকর্ড করার পরপরই তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশি হেফাজতে নেওয়া হয়। কিন্তু মামলা করার খবরটি জানাজানি হলে জেলা আওয়ামী লীগের দু-তিন জন নেতা থানায় আসেন। এ সময় রনির সমর্থক অর্ধশতাধিক নেতাকর্মী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা মামলাটি মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবি জানান।

একইভাবে রবিবার দুপুর পৌনে ২টার দিকে আবারও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জিয়নের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কোতয়ালি থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রনির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ ব্যাপারে জিয়ন সাংবাদিকদের জানান, মেয়েঘটিত একটি ঘটনায় ছাত্রলীগের সভাপতি রনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরাও একটি অভিযোগ দিয়েছিলাম, সেটা নিয়ে কোনও ব্যবস্থা না নেওয়ায় আমরা বিক্ষোভ করছি।’

উল্লেখ্য, শনিবার কোতয়ালি থানায় লিখিত অভিযোগে ওই শিক্ষিকা জানান, ২০১৭ সালে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সঙ্গে তার পরিচয় হয়। রনির বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিতপুর ফতেহপুর গ্রামে। তার বাবার নাম আবু বক্কর। পরিচয়ের পর থেকে তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি জানায়, রনি তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণে করে। এছাড়াও বিভিন্ন সময়ে কাজের কথা বলে ১৮ লাখ টাকাও নিয়েছে। এরপর বিয়ের কথা বললে বিভিন্ন টালবাহানা শুরু করে। পরে তার বন্ধুবান্ধব ও স্বজনদের চাপে ২০১৯ সালের ১৮ এপ্রিল বিয়ে করার জন্য তাকে নীলফামারীতে নিয়ে যায়। সেখানে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমারের বাসায় নিয়ে গিয়ে ভুয়া কাজী এনে তাকে বিয়ে করে। ওই দিন রাতেও তাকে ধর্ষণ করে রনি।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে রনি টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। ছাত্রলীগের সভাপতি হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করায় রনির ছাত্রলীগ করা হয়তো সম্ভব হবে না, এজন্য জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ পেতে ২০ লাখ টাকার দরকার বলে রনি জানায়। সেই টাকা জোগাড় করে দিতে ওই শিক্ষিকাকে চাপ দেয় রনি। টাকা দিতে অস্বীকার করলে বিভিন্নভাবে হুমকি দেয়। এদিকে বিয়ে করার জন্য আবারও চাপ দিলে গত ৫ জুন তাদের বাসায় এসে রনি তার সঙ্গে রাতযাপন করে। কথা দেয় তাকে স্ত্রীর অধিকার দিয়ে বাসায় নিয়ে যাবে। এরপরও সে টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। উল্টো রনি তাকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে। হুমকি দিয়ে বলে, তার হাত অনেক লম্বা। প্রশাসন তার কথামতো চলে।এতকিছুর পরেও রনির সঙ্গে সংসার করার জন্য কাকুতি-মিনতি করে মেয়েটি। গত ১২ জুলাই রংপুর নগরীর গনেশপুর ক্লাব মোড় এলাকায় রনি তার ফুফুর বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে বলে তার সঙ্গে কোনও বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়নি, কোনও কাবিনও হয়নি। এরপর সহযোগীদের দিয়ে তাকে ওই বাড়ি থেকে বের করে দেয়।

আরও খবর: প্রাথমিক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা!

 




 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা