X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাড়ির ওপর হাইভোল্টেজ তার, সরাতে দেড় লাখ টাকা দরকার!

বগুড়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫






বাড়ির ওপর হাইভোল্টেজ তার। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ১১ হাজার কেভি তারের খুঁটি বসানো হয়েছে। অনেক বাড়ির ওপর তার রয়েছে। এতে করে ওই গ্রামের অর্ধ শতাধিক ভবনে বসবাসকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। অনেকে বাড়ির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করতে পারছেন না। তার সরাতে আবেদনকারীদের কাছে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের ওপর দিয়ে পবিসের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার টানা হয়েছে। গ্রামের অন্তত অর্ধশত বাড়ির ওপর দিয়ে খুঁটির তারগুলো টানা হয়। এতে ওইসব বাড়িতে বসবাসকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিদ্যুতের তার থাকায় অনেকে বাড়ি নির্মাণ বা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ করতে পারছেন না।

ওই গ্রামের কাঞ্চন আলী শরীফের ছেলে ব্যবসায়ী হোসেন শরীফ মুনির এ ব্যাপারে প্রতিকার পেতে গত ২১ জুন বগুড়া পবিস-২ এর জেনারেল ম্যানেজারের কাছে আবেদন করেন। অফিসের এক কর্মচারী তার সরানোর বিনিময়ে তার কাছে দেড় লাখ টাকা দাবি করেন। তার সরানোর বিষয়ে গত ১৮ জুলাই তাকে সমিতির জিএম স্বাক্ষরিত এক লাখ ৩২ হাজার ৮৯৭ টাকা খরচের হিসাব দেওয়া হয়।

ভুক্তভোগী হোসেন শরীফ মুনির জানান, তার নির্মাণাধীন বাড়ির ওপর দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার রয়েছে। কিছুদিন আগে ওই তারে আগুন ধরে। পবিস কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে পুড়ে যাওয়া অংশ পরিবর্তন করে প্লাস্টিক কাভার সংযুক্ত করে। জোড়া দেওয়ার সময় তিনটি তারের মধ্যে দুটি ঝুলে যায়। এতে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কার দেখা দিয়েছে। তার সরানোর জন্য পবিস-২ এর জেনারেল ম্যানেজারের কাছে লিখিত আবেদন করেন তিনি। কিন্তু অতিরিক্ত ফি দাবি করায় তার পক্ষে সেটা পরিশোধ করা সম্ভব নয়। তারের কারণে তিনি তার নির্মাণাধীন বাড়িতে উঠতে পারছেন না।

ঘাষিড়া ডোকলাপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক হারুনুর রশিদ জানান, মাস খানেক আগে তিনি ওই এলাকায় কাজ করতে গিয়েছিলেন। বাড়ির ওপর উচ্চ ভোল্টের তার থাকায় তিনি দূর থেকে বিদ্যুতায়িত হন। এতে তার শরীর পুড়ে যায়। পরে তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলতে হয়েছে।

এ প্রসঙ্গে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবদুল কুদ্দুস মোবাইল ফোনে জানান, অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানা হয়নি। বরং জনগণ অপরিকল্পিতভাবে বিদ্যুতের তারের নিচে বাড়িঘর নির্মাণ করেছেন। টাকা দিয়েই সাধারণত সবাই তার সরিয়ে নেন। তার সরাতে ঢাকা অফিসে চিঠি পাঠাতে হয়। তিনি আরও বলেন, খুঁটি সরানো সম্ভব না হলেও তার সরানোর ব্যাপারে দেখবেন।



/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা