X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে খাস জমি উদ্ধার করে ফলমহল হিসেবে ইজারা

খাগড়াছড়ি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৪

উদ্ধার করা খাস জমি



জেলার মানিকছড়ি উপজেলায় দীর্ঘদিন ধরে বেদখলে থাকা সরকারি ১৪০.২০ একর সম্পত্তি পুনরুদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধার করার পরে সম্পত্তিটিকে ফলমহল করার ঘোষণা দিয়ে ইজারা দেওয়া হয়েছে।

মানিকছড়ির চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, ১৯৮০-১৯৮১ সালের দিকে ১৪০.২০ একর জমি লিজ নেয় রামগড়ের বিশিষ্ঠ ব্যবসায়ী কাজী রুহুল আমিন, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর বাচ্চু মিয়া, আবু তাহের কোম্পানিসহ আরও ৭ জন। পার্বত্য শান্তি চুক্তির শর্তমতে লিজ বাতিল করে সরকার। লিজ বাতিলের পরেও জায়গা বুঝে নেয়নি সরকার। ২০১১ সালে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক গচ্ছাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে ১৫/২০ জন বাগানটির দখল নেয়। পরে নামে-বেনামে ভুয়া কাগজ তৈরি করে ২০১৪ সালের দিকে প্রায় ৩ কোটি টাকায় তিনি তা বিক্রি করে দেন চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ ইকবালের কাছে। তবে অবৈধ দখলদার মোহাম্মদ ইকবাল বা তার ম্যানেজার শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি তারা।

উদ্ধার করা জলাশয়


মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন, বর্তমান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস খাগড়াছড়ি বদলি হয়ে আসার পর টনক নড়ে প্রশাসনের। সরকারি জায়গা বুঝে নিতে গিয়ে দেখেন দখলদারেরা নানা পাকা স্থাপনাসহ কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে পুরো সম্পত্তি। উচ্ছেদ করার নোটিশ দিলে তাতে বাঁধ সাধে সরকারি দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের।

এক পর্যায়ে দখলদারেরা সংঘবদ্ধ হয়ে সরকারি সম্পত্তি আত্মসাতের জন্য চলতি বছরের প্রথম দিকে হাইকোর্টে রিট করেন এবং ৩ মাসের জন্য স্থিতাবস্থার আদেশ দেন। পরে জেলা প্রশাসন আপিল বিভাগের চেম্বার জজ আদালতের শরণাপন্ন হন এবং স্থিতাবস্থার আদেশ বাতিল করে অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে।


জেলা প্রশাসক জানান, এখানে ১৪০ একর খাস সরকারি খাস সম্পত্তি অবৈধভাবে দখল করে একটি চক্র।  বিধি মোতাবেক এটি দখলমুক্ত করে সরকারি সায়রাতভুক্ত করেছি। এখানে বিভিন্ন প্রজাতির হাজার হাজার বৃক্ষরাজি রয়েছে। প্রাকৃতিক সৌর্ন্দয্যমন্ডিত হওয়ায় ভবিষ্যতে এখানে রাস্তা উন্নয়ন এবং ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলা হলে আকর্ষণীয় স্থান হবে।


তিনি আরও বলেন, দেশে বালুমহল ও জলমহল থাকলেও এই প্রথম ফল মহল হিসেবে ইজারা দেওয়া হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা