X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ব্যাংকের ২২ কর্মকর্তার করোনা, গ্রাহকরা আতঙ্কে

খুলনা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৩

বেসিক ব্যাংকের খুলনা শাখা বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ২২ কর্মকর্তা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ঢাকায় চিকিৎসাধীন আছেন ডিজিএম মাসুদুল আলম। এ অবস্থায় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ও অ্যাডভান্স ডিপার্টমেন্টের কাজ আংশিক বন্ধ রয়েছে।

বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ভারপ্রাপ্ত ইনচার্জ ও এজিএম আব্দুল্লাহ হান্নান হাওলাদার জানান, তাদের ২২ জন কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কয়েকজন সুস্থ হলেও এখন পর্যন্ত ১৭ জন অসুস্থ রয়েছেন। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা যতটুকু সম্ভব তা মেনে চলার ও গ্রাহকদের নিরাপত্তা রক্ষার চেষ্টা করছি।

কয়েকজন গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে জানান, করোনা আক্রান্ত সবাই ব্যাংকে কাজ করেছেন এবং পরস্পরের সংস্পর্শে অসুস্থ হয়েছেন। তাদের মাধ্যমে গ্রাহকরা আক্রান্ত হয়েছেন কিনা অথবা কতজন আক্রান্ত হয়েছেন সেটির হিসাব নেই। কিন্তু ব্যাংকটিতে এত কর্মকর্তা আক্রান্ত হওয়ার পরও সামাজিক দূরত্ব নিশ্চিত করা বা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তারা বলেছেন, ডেস্কে লোক না দেখে পাশের জনকে জিজ্ঞাসা করে জেনেছেন যে তারা অসুস্থ। কিন্তু করোনা আক্রান্ত তা জানানো হয়নি। 

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, এখন আসলে ব্রাঞ্চ বন্ধ রাখার আইনি কোনও ব্যবস্থা নেই। কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশনে নিতে হবে। তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও পরীক্ষা করতে হবে। পাশাপাশি ব্রাঞ্চের ভেতরে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শুধু বেসিক ব্যাংক খুলনা ব্রাঞ্চ নয়, মহানগরীর কোনও ব্যাংকেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত হচ্ছে না। এ জন্য জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযান পরিচালনা করা হবে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর
ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর
সোনার দামে সর্বোচ্চ রেকর্ড
সোনার দামে সর্বোচ্চ রেকর্ড
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট