X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীর ১০ লাখ টাকা লুটের ঘটনায় দুইজন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৭

  নরসিংদীতে ব্যবসায়ীর ১০ লাখ টাকা লুটের ঘটনায় দুই সন্দেহভাজন ডাকাত গ্রেফতার।


নরসিংদীতে এনামুল হক নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা লুটের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ১৩ আগস্ট ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ১০/১১ জন ডাকাত ওই ব্যবসায়ীকে আটকে তার কাছ থেকে ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো রায়পুরা থানার চরমধুয়া গ্রামের মাইনুদ্দিন এর ছেলে মো. জাকির হোসেন (২৫) ও শিবপুর থানার উত্তর কারারচর এলাকার ফজলুর রহমান এর ছেলে মনির হোসেন (২৪)।  

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৩ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকার ব্যবসায়ী এনামুল হক তার ব্যবসায়িক কাজে ইসলামী ব্যাংক নরসিংদী শাখা হতে ১০ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা নিয়ে তিনি সাহেপ্রতাব এলাকায় যাওয়ার পথে পৌর এলাকার খাটেহারা ব্রিজ এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে থাকা ৪ জন, ইজিবাইকে থাকা যাত্রীবেশি ২ জনসহ আরও ২/৩ জন তার গতিরোধ করে। এসময় তারা ব্যবসায়ী এনামুল হককে মারধর করে সঙ্গে থাকা ১০ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। এঘটনায় ওই ব্যবসায়ী নরসিংদীর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।

পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাকারিয়া আলম, সহকারী উপ পরিদর্শক রেজাউল করিম ও তার ফোর্স এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেন। মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেন। এসময় ঘটনায় ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার জানান, এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়