X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পেঁয়াজ বিক্রিতে ৫ টাকার অতিরিক্ত মুনাফা করলেই ব্যবস্থা

কুমিল্লা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:২১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৬




পেঁয়াজ বিক্রিতে ৫ টাকার অতিরিক্ত মুনাফা করলেই ব্যবস্থা কুমিল্লায় পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টিকারী ব্যবসায়ী ও আড়তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার যৌথ ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন ও দোকান মালিক সমিতি। পেঁয়াজের দাম ক্রয় মূল্যের সঙ্গে পরিবহন খরচ ও আনুষাঙ্গিক খরচ যুক্ত করে পাঁচ টাকা মুনাফার বেশি দরে বিক্রি করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে কুমিল্লা দোকান মালিক সমিতি ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পেঁয়াজের আড়তদার ও বিক্রেতাদের ক্রয় রশিদ রাখতে হবে। রশিদ ছাড়া অতিরিক্ত মুনাফা লাভের আশায় পেঁয়াজ মজুত করলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন, সহ-সভাপতি রেজাউল করিম ও মো. আমিনুল ইসলাম।

পেঁয়াজ বিক্রিতে ৫ টাকার অতিরিক্ত মুনাফা করলেই ব্যবস্থা কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, পেঁয়াজের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। কুমিল্লার বাজারে যাতে পেঁয়াজের বাজারে কোনও অস্থিরতা না থাকে এবং ভোক্তাগণ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য জেলা দোকান মালিক সমিতির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আড়ত এবং পাইকারী ব্যবসায়ীরা বন্দর কিংবা ঢাকা থেকে পেঁয়াজ আমদানি করলে পরিবহনসহ যাবতীয় খরচের পর ৫ টাকার বেশি লাভে বিক্রি করতে পারবেন না। ঠিক একইভাবে খুচরা ব্যবসায়ীরাও পরিবহন, দোকান ভাড়া ও অন্যান্য খচর এবং লাভসহ ৫ টাকার বেশিতে বিক্রি করতে পারবেন না। ভোক্তাদের হাতে পৌঁছা পর্যন্ত সব ক্রয়-বিক্রয়ের রশিদ সংগ্রহে রাখতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ক্রয়-বিক্রয়ের বিষয়টি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো। সেই নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সমন্বয়ে একটি মনিটরিং টিম থাকবে। ওই মনিটরিং টিম সব সময় তদারকি করবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক