X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৪

ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ রাস্তায় পণ্যবাহী ট্রাকের সারি শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাটে পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। ফেরিঘাট সূত্র জানিয়েছে, ফেরি পারের অপেক্ষায় ঘাট এলাকা ও ঢাকা-আরিচা সড়কের উথলী সংযোগ রাস্তা এলাকায় প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। তবে দূরপাল্লার যাত্রীবাহী বাস, পচনশীল জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পণ্যবাহী যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, ‘ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ রাস্তায় ঘাটমুখী শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হলে সিরিয়াল অনুযায়ী কিছু কিছু করে ঘাটে পাঠানো হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকট নেই। কিন্তু দীর্ঘদিন শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুট বন্ধ থাকায় এখানে পণ্যবাহী যানবাহনের চাপ বাড়ছে। তবে যাত্রীবাহী ও ছোট গাড়ির তেমন চাপ নেই। ঘাটে আসামাত্রই এসব গাড়ি ফেরিতে উঠতে পারছে। এই মুহূর্তে পারের অপেক্ষায় থাকা পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যানবাহন সিরিয়াল অনুযায়ী পার করা হবে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। শুধু একটি ফেরি ভাসমান কারখানা মধুমতিতে মেরামত করা হচ্ছে।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো