X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় যেমন খুশি তেমন দামে পেঁয়াজ বিক্রি!

মাগুরা পতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:১৬



মাগুরায় যেমন খুশি তেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ মাগুরায় একই পেঁয়াজ ভিন্ন ভিন্ন বাজারে ভিন্ন দামে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীরা যেমন খুশি তেমন দাম হাঁকছেন। কেউ ৬০ টাকা আবার কেউ ৯০ টাকা কেজিতে বিক্রি করছেন পেঁয়াজ। ভারত থেকে রফতানি বন্ধ করার ঘোষণায় বাজারে দেখা দিয়েছে এ অস্থিরতা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাগুরার বিভিন্ন পাইকারি বাজারে দেখা যায়, দেশি পেঁয়াজ বিভিন্ন দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। কেউ ৬০-৬৫ টাকা, কেউ ৭০-৭৫ টাকা আবার অনেকে ৯০ টাকা কেজি দরেও পেঁয়াজ বিক্রি করছেন।

মাগুরা কাঁচা বাজারের আড়তদার মিরাজ হোসেন জানান, দুই দিন আগে আমরা দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি করেছিলাম ৪৫-৫০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায় । ভারত বাংলাদেশে রফতানি বন্ধ করায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।

মাগুরা পুরাতন বাজারের দোকান মালিক সোহেল জানান, বাজারে দেশি পেঁয়াজের তেমন সংকট নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে দাম বাড়িয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় কিছু ব্যবসায়ী এ সুযোগ নিয়ে অরাজক অবস্থার সৃষ্টি করেছে। ওই ব্যবসায়ীরা বর্তমানে আমাদের কাছে ৬০-৬৫ টাকায় বিক্রি করছে, আর আমরা বিক্রি করছি ৭০-৭৫ টাকা দরে।

একই বাজারের খুচরা ব্যবসায়ী ফিরোজ মিয়া বলেন, এখন বাজারে পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা এরকম দরেই বিক্রি করছি।

মাগুরা কলেজ পাড়ার গৃহবধূ তাসলিমা আক্তার বলেন, তিন দিন আগেও পেঁয়াজ কিনেছি ৪০ টাকা কেজি দরে। এক রাতে হঠাৎ কি এত সংকট হলো যে ৯০ টাকা হয়ে গেলো? আসলে সবই কৃত্রিমভাবে সংকট তৈরি করা। আমাদের মতো মধ্যবিত্তের পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।

পেঁয়াজ আমদানিকারক স্বপন পাল জানান, আমরা বেনাপোল থেকে ভারতের পেঁয়াজ আমদানি করে জেলায় বিক্রি করি। গত সোমবারের পর ভারত থেকে কোনও চালান আমরা পাইনি। এ কারণে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মূলত ভারতের পেঁয়াজগুলো আমাদের দেশে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় ভালো চলে। বিশেষ করে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের খাবার তৈরি ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল। তাই ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাগুরার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, পেঁয়াজের বাজারে অস্থিরতা ঠেকাতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। পেঁয়াজের অস্থিরতা ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাইকারি বাজারে বর্তমান ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা খুচরা বাজারে ৭৫-৮০ টাকা বিক্রি হচ্ছে। দুই-এক দিনের মধ্যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বিক্রির পর  ১২০ বস্তা জব্দ
বই মেলার উদ্বোধন করলেন সাকিব আল হাসান
সর্বশেষ খবর
বিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে