X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘করোনার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার’

কুমিল্লা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫২




‘করোনার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, করোনা পরিস্থিতির কারণে হওয়া দেশের আর্থিক ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উন্নয়নকাজ সামাজিক দূরত্ব মেনে আবার শুরু করেছি। আশা করছি উন্নয়নকাজের স্বাভাবিকতা ফিরে আসবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এলজিআরডি মন্ত্রী আরও বলেন, করোনা পৃথিবীর জন্য নতুন অভিজ্ঞতা। করোনাভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়ার শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নতির অব্যাহত অগ্রযাত্রা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য সার্বক্ষণিক নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়াসা করোনায় লকডাউন থাকা সত্ত্বেও নিয়মিত পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে। কারণ এই সময়ের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। পানির পাশাপাশি মন্ত্রণালয় থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ইউনিয়ন পর্যায় প্রর্যন্ত শতশত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলমান করোন মোকাবিলায় মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের সদস্যসহ সবাই জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসানের সভাপতিত্বে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, কুমিল্লা শহরে পানি সরবরাহের জন্য একটি বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চাঁদপুর মেঘনা নদীতে একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। সেখান থেকে কুমিল্লার শহরসহ আশপাশের উপজেলাগুলোতে পানি সরবরাহ করা হবে। এছাড়া কুমিল্লায় ক্ষতিগ্রস্ত কিছু রাস্তাঘাট রয়েছে সেগুলো নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হচ্ছে।

এর আগে বার্ডে ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত পরকিল্পনা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিরডাপের মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত। আরও বক্তব্য রাখেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, পরিচালক প্রশাসন ড. শফিকুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন বার্ডের পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ আবদুল কাদের প্রমুখ।

দুই দিনব্যাপী পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১০৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বার্ড বর্তমান সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত লালমাই ময়নামতি প্রকল্প, বার্ড ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্প এবং সিভিডিপি তৃতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৩টি প্রকল্প বাস্তবায়ন করছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি