X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কেরালকাতা ইউপির উপনির্বাচনে নৌকা প্রতীক পেলেন ভিপি মোর্শেদ

সাতক্ষীরা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৯

সাতক্ষীরায় কেরালকাতা ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন ভিপি মোর্শেদ।  
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন স.ম মোর্শেদ আলী (ভিপি মোরশেদ)।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোরশেদ আলী (ভিপি মোরশেদ) কে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পাওয়ার বিয়য়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

উল্লেখ্য, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদন করেন স.ম.মোর্শেদ আলী (ভিপি)'র পক্ষে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ।

স.ম. মোর্শেদ আলী এর আগে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দক্ষতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের দ্বিতীয় নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন। এজন্য তিনি ভিপি মোর্শেদ নামেই বেশি পরিচিত।

মনোনয়ন পাওয়ার খবরে দলীয় প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স ম মোরশেদ বলেন, তিনি নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী।

/টিএন/
সম্পর্কিত
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
পানি আনতে স্কুল ফুরায়
জনপদজুড়ে সুপেয় পানির হাহাকার
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়