X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘পেঁয়াজের বাজার অস্থিতিশীলকারীদের আইনের আওতায় আনা হবে’

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫০

‘পেঁয়াজের বাজার অস্থিতিশীলকারীদের আইনের আওতায় আনা হবে’ দেশের পেঁয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে দেশপ্রেমহীন সিন্ডিকেট ব্যবসায়ীরা রয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দীন। তিনি বলেন, যারা পেঁয়াজের বাজার অস্থিতিশীল করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি পেঁয়াজ আমদানি না করে কীভাবে রফতানি করা যায়, সে বিষয়ে তিন বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পেঁয়াজ উৎপাদনে সরকারের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দেন সচিব।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে অনুষ্ঠিত সভায় অংশ নিয়ে সচিব এসব কথা বলেন।

সচিব আরও বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার একদিনের ব্যবধানে দেশে দাম বাড়ার কোনও কারণ নেই। এখনও ভারতের পেঁয়াজ আমাদের দেশে আসেনি, তার পরেও দাম কমে এসেছে। সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে।

সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সম্প্রতি পিয়াজের বাজার অস্থিতিশীল হওয়া নিয়ে আলোচনা হয়। সভায় কৃষকরা জানান, বাজারের যে পেঁয়াজ বীজ পাওয়া যায়, তার চেয়ে ভারতের বীজ উৎপাদন করলে দ্বিগুণের বেশি ফসল উৎপাদন সম্ভব। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে উন্নত মানের বীজ, স্বল্পসুদে ঋণ ও পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা কোর বিষয়ে গুরুত্বারোপ করেন কৃষকরা।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে মানিকগঞ্জ সার্কিট হাউজে বিকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ক্যাবের জেলার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ প্রমুখ। মতবিনিময় সভায় প্রান্তিক কৃষক, ব্যবসায়ী, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, বাজার মনিটরিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা