X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অন্য দেশ থেকে পেঁয়াজ আনতে ভয় পাচ্ছেন আমদানিকারকরা

হালিম আল রাজি, হিলি
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৯



অন্য দেশ থেকে পেঁয়াজ আনতে ভয় পাচ্ছেন আমদানিকারকরা অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত সরকার। এমন অবস্থায় দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে ও মূল্য স্থিতিশীল রাখতে বিশ্বের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছেন আমদানিকারকরা। কিন্তু অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আর ভারত পেঁয়াজ রফতানি চালু করলে লোকশানের আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ভারত সরকার হঠাৎ করে কোনও আলোচনা ছাড়াই যদি পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। পেঁয়াজতো পচনশীল পণ্য, এটাতো সংরক্ষণ করা সম্ভব না। ভারত সরকার এলসি নেবে আবার হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেবে এটাতো ব্যবসায়ীদের ক্ষতি। গতবছরের ঘা এখনও শুকায়নি। এমন অবস্থায় আমাদের সরকারের কাছে অনুরোধ যদি ভারত সরকার পেঁয়াজ না দেয়, তাহলে আমাদের সরকার যেন ঘোষণা দেয় আগামী তিন মাস ভারত থেকে কোনও পেঁয়াজ আসবে না। এতে দেশের যত পেঁয়াজ আমদানিকারক রয়েছেন প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করবো। এখন আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করবো, আবার ভারত পেঁয়াজ রফতানি শুরু করলে আমরা বাড়তি দামে পেঁয়াজ এনে লোকশানের মুখে পড়বো। অন্য দেশ থেকে পেঁয়াজ আসলে, ভারত থেকে পেঁয়াজ নেওয়া হবে না, এমন আশ্বাস পেলে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করবে।

বন্দর দিয়ে আসা আটকে পড়া পচা পেঁয়াজ তিনি আরও বলেন, আজ কাওরান বাজার থেকে শুরু করে শ্যামবাজারসহ দেশের বিভিন্ন মার্কেটে আমাদের কোটি টাকার মতো বাকি পড়ে আছে। আর কাঁচামালতো বাকি ছাড়া নগদ কিনে না। পেঁয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে পার্টিগুলো টাকাও কেউ দিচ্ছে না। এদিকে ব্যাংকে বাড়ি-জায়গা মর্টগেজ দিয়ে এলসি করতে হয়। এখন যেসব এলসি খোলা রয়েছে সেগুলোর বিপরীতে পেঁয়াজ রফতানি না করলেও ব্যাংকে তার সুদ টানতে হচ্ছে।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত ১৪ সেপ্টেম্বর থেকে ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে দেশে প্রবেশের অপেক্ষায় ২৫০ পেঁয়াজবাহী ট্রাক আটকা পড়ে, একইসঙ্গে ১০ হাজার টনের এলসি দেওয়া থাকলেও সেটির কার্যক্রম স্থগিত। পরবর্তীতে অনুমতিক্রমে আগের টেন্ডার করা ১১টি ট্রাকে ২৪৬টন পেঁয়াজ গত ১৯ সেপ্টেম্বর রফতানি করে ভারত। তবে এর অধিকাংশ পেঁয়াজ পচা ও নষ্ট ছিল।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা