X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ৫ দিনেও জিডি নেয়নি থানা!

ঝালকাঠি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও থানা কর্তৃপক্ষ অভিযোগ জিডি হিসেবে গ্রহণ না করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলী পারভীন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শকের সরকারি নম্বরে ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।

অভিযোগে প্রকাশ গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলী পারভীনকে মোবাইলফোনে কল দিলে তিনি কল গ্রহণ করে কে বলছেন জানতে চাইলে ভাইস চেয়ারম্যান শাহীন তার নম্বর চিনতে না পারায় ক্ষিপ্ত হন। তিনি চিকিৎসক শিউলী পারভীনকে নানা অশ্লীল ভাষা ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেন। এক পর্যায় শাহীন বলেন, নলছিটিতে কীভাবে চাকরি করেন তা তিনি দেখে নেবেন। শাহীন ডা. শিউলীকে উদ্দেশ্য করে আরও বলেন, নিজেকে ডাক্তার মনে করেন, আপনার মতো দুই জন ডাক্তার আমাদের বাসায় কাজ করে।

ভাইস চেয়ারম্যান শাহীনের হুমকিতে নিরাত্তাহীনতায় থাকা ডা. শিউলী পারভীন গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় নলছিটি থানায় অভিযোগ দায়ের করলেও থানা কর্তৃপক্ষ গত পাঁচ দিনেও অজ্ঞাত কারনে কোনও আইনগত ব্যবস্থা বা অভিযোগ জিডি হিসেবে লিপিবদ্ধ করেনি।

ডা. শিউলী পারভীন বলেন, আমি নলছিটিতে নতুন এসেছি। সবার নম্বর আমার মোবাইলফোনে সেভ করা নেই। তবে বিশিষ্ট ব্যক্তিদের নম্বর আমার ডায়রিতে লেখা আছে। নম্বর সেভ না থাকার কারণে আমি ওনাকে, ‘কে বলছেন প্লিজ’ জিজ্ঞেস করি। এটা তো কোনও অপরাধ না। কে বলছেন, বলার পরপরই ভাইস চেয়ারম্যান আমাকে অশ্লীল ভাষা ব্যবহার করে নানা হুমকি দেন। ভবিষ্যতে তিনি আমাকে বিপদের মধ্যেও ফেলতে পারেন, এমন শঙ্কা এবং আমার নিরাপত্তার কারণে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু পাঁচ দিন হয়ে গেলেও কর্তৃপক্ষ জিডি গ্রহণ করেনি। তবে বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং উপজেলা চেয়ারম্যানকেও জানিয়েছি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী