X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতীয় ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নীলফামারী প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৭

তিস্তার পানি বাড়ছে ভারত থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বাড়ছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে ৯টা পর্যন্ত বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। বুধবারই পানি বিপৎসীমা অতিক্রম করে। ব্যারাজের গেজ পাঠক (পানি পরিমাপক) নুরুল ইসলাম পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারী বৃষ্টিপাতের ফলে ডিমলা, জলঢাকা ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ডিমলার বাইশ পুকুর এলাকার অনেকগুলো পরিবার।

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (পানি শাখা) আমিনুর রশিদ জানান, ভারত থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি সামাল দিতে ব্যারাজের ৪৪টি স্লুইচ গেট খুলে রেখেছে। এদিকে, ব্যারাজের সব গেট খুলে রাখায় ভাটি এলাকার খালিশা চাঁপানীসহ চরাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে।

উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন মুঠোফোনে জানান, টানা বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আবার অনেকেই বাড়িঘর নিয়ে শঙ্কায় রয়েছে। তিস্তার বন্যায় জেলার ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই, খগাখাড়বাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ীসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাড়ে তিন হাজার বাড়িতে পানি ঢুকেছে। এছাড়াও জেলার জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ১০টি চর ও চর গ্রামের দুই হাজারের মতো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জনপ্রতিনিধিদের দাবি।

উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মকবুল হোসেন জানান, বন্যার পানি বাড়িতে প্রবেশ করায় পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছে আমার ওয়ার্ডের প্রায় ৬০টি পরিবার। সন্ধ্যা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তাদের সরিয়ে নিতে হবে।

ডালিয়া পানি উন্নয়ন বের্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আজ থেকে ওই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। তিনি জানান, বন্যার পানি সামাল দিতে ব্যারাজের ৪৪ টি স্লুইচ গেট খুলে রাখা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি