X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র হয়েছে ভাঙন

পিরোজপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩

সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র হয়েছে ভাঙন পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় হঠাৎ করে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙনের মুখে পড়ে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের আমরাজুড়ি-আশোয়া ফেরিঘাট ও দুই পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক দিনের তুমুল বৃষ্টিপাতে ভাঙনের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাউখালী উন্নয়ন পরিষদের আহবায়ক আ. লতিফ খসরু জানান, উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি, আশোয়া গ্রাম ও সোনাকুর ফেরিঘাট এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ও গাবখানে তলিয়ে যাচ্ছে এলাকার কৃষি জমি আর মানুষের বসতি। ইতোমধ্যে বিলীন হয়েছে আমরাজুড়ি সার্কেল অফিস (রাজস্ব), আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমড়াজুড়ি বাজার। গন্ধর্ব জানকিনাথ মাধ্যমিক বিদ্যালয় এলাকার আশপাশ জুড়ে চলতি বর্ষা আর জোয়ারের প্লাবনে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র হয়েছে ভাঙন ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আমড়াজুড়ি ফেরিঘাট বাজারের ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ভাঙনের কবলে পড়ে পিরোজপুর-স্বরুপকাঠী রুটের গাবখান চ্যানেলের আমরাজুড়ি ফেরিঘাট যেকোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে।

ফেরিঘাটের সুপার ভাইজার মো. শাহ আলম জানান, গত এক যুগ ধরে কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় অব্যাহত ভাঙন চলছে। হঠাৎ করে এ এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ফেরিঘাটটি বিলীনের মুখে। গত দুই বছরে ঘাট দুটি অন্তত ২০ দফা স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় ভাঙন রোধে কোনও ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে ভাঙনের তীব্রতা বেড়েছে।

আমরাজুড়ি ফেরিঘাট বাজারের ব্যবসায়ী আনোয়ার গাজী জানান, মূল বাজার এখন সন্ধ্যা নদীর মাঝখানে। ইতোমধ্যে আমরাজুড়ি ফেরিঘাট ও বাজারের অন্তত ২৫টি দোকান এবং কয়েকশ’ বাড়ি বিলীন হয়েছে। ফেরিঘাট মসজিদও রয়েছে ভাঙনের ঝুঁকিতে।

গত এক মাসে আমরাজুড়ি ফেরিঘাটের ছয়টি দোকান নদীতে হারিয়েছে। জরুরি ভিত্তিতে নদী শাসনের উদ্যোগ না নিলে ঘাট, বাজার ও বাড়ি-ঘর রক্ষা সম্ভব হবে না।

সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র হয়েছে ভাঙন আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন বলেন, স্বাধীনতার পর থেকে ভাঙন রোধে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যুগযুগ ধরে সন্ধ্যা নদী ভাঙছে। প্রতিদিন এ জনপদের মাটি, স্থাপনা ও বৃক্ষরাজি সন্ধ্যা নদীর করাল গ্রাসে চলে যাচ্ছে। ভাঙন রোধে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাশ বলেন, আমরাজুড়ি এলাকার নদী ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধ গড়ার জন্য ডেভলেপমেন্ট প্রজেক্ট প্রপোজল (ডিপিপি) তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা