X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় সড়ক অবরোধ, বিক্ষোভ

সিলেট প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:১২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৭

এমসি কলেজ ছাত্রাবাস খোলা রাখায় সেখানে ধর্ষণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।  
সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসের একটি কক্ষে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এমসি ও সরকারি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ও ছাত্রাবাসে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ ও প্রশ্ন, করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকার পরেও ছাত্রাবাস কিভাবে খোলা রাখার অনুমতি দেন কলেজ কর্তৃপক্ষ? এসব অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ অবগত থাকার পরেও কেন ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হল না? আজ আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে কলঙ্কের দাগ লেগেছে। এজন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী।

এসময় শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অনথ্যায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

সিলেট এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতায় অভিযুক্ত যেসব ছাত্রলীগ নেতা

শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী বলেন, পুলিশ এমসি কলেজ ও ছাত্রাবাসের সামনে অবস্থান করছে। যাতে কেউ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামীর সঙ্গে এমসি কলেজ প্রাঙ্গণে বেড়াতে এসে এক তরুণী গৃহবধূ ধর্ষণের শিকার হন। ক্যাম্পাস থেকে ছাত্রলীগের ৭ কর্মী জোর করে স্বামীসহ ওই তরুণীকে তুলে নিয়ে যায় কলেজ ছাত্রাবাসে। সেখানে তারা গৃহবধূর স্বামীকে বেঁধে মারধর করে তাকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় তরুণীর স্বামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে ৬ জনকে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে। এদিকে, এ ঘটনার পর আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ধর্ষণ মামলার আসামিরা হলো, এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র।  এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আরও পড়ুন: 

এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ, ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে মামলা

এমসি কলেজ ছাত্রাবাসে আটকে রাখা দম্পতিকে উদ্ধার করলো পুলিশ

কলেজ বন্ধ, তারপরও শিক্ষার্থী ছিল এমসি কলেজের ছাত্রাবাসে

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা