X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চুরির অভিযোগে কোদাল দিয়ে মাথা ন্যাড়া করে নির্যাতন!

কক্সবাজার প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৮

চুরির অভিযোগে কোদাল দিয়ে মাথা ন্যাড়া করে নির্যাতন! কক্সবাজারে গরু চুরির অভিযোগ এনে কোদাল দিয়ে কিশোরের (১৫) মাথা ন্যাড়া করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কিশোরকে নির্বিচারে রাতভর করা হয়েছে ব্যাপক নির্যাতন। গরুর চুরির অভিযোগ করা হলেও সেই গরুর নির্যাতনকারী জালাল আহমদের বাড়িতেই আছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে এই ঘটনার ছবি-ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে নির্যাতনকারীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সকালে ভুক্তভোগীর মাথা ন্যাড়া করা হয়। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে ধরে নিয়ে রাতভর নির্যাতন করা হয়। এই ঘটনায় অভিযুক্ত জালাল আহমদসহ চার জনকে আসামি করে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর বোন।

ভুক্তভোগীর বোন বলেন, ‘স্থানীয় সামশুল আলমের ছেলে জালাল আহমদ বিনা অপরাধে আমার ভাইকে বাজার থেকে ধরে নিয়ে নির্যাতন করে। জালালের সন্দেহ আমার ভাই মানবপাচার ও ইয়াবা কারবারের খবর পুলিশকে জানিয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আমার ভাইকে সারারাত বাড়ির উঠানে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। গলায় জুতার মালা পরিয়ে দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। এছাড়া কোদাল দিয়ে মাথা ন্যাড়া করার নামে মাথায় আঘাত করে। এ ঘটনায় আমার ভাই জ্ঞান হারিয়ে ফেললে সকালে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ রফিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘নির্যাতনের শিকার আমার ভাই খুবই অসুস্থ। তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নাক এবং মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।’

চুরির অভিযোগে কোদাল দিয়ে মাথা ন্যাড়া করে নির্যাতন! স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্যাতনের শিকার ওই কিশোর একজন ক্ষুদ্র দোকানদার। তাকে স্থানীয় জালাল আহমদ গরু চুরির অভিযোগে বাজার থেকে ধরে নিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে আমি নিজেই গিয়ে বিস্তারিত খোঁজ নিয়ে পুলিশকে তাৎক্ষণিক মৌখিক অবহিত করেছি। যে গরুটি চুরির অভিযোগ করা হয়, সে গরুটি অভিযুক্তদের বাড়িতেই ছিল। তবু অপরাধী হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাতভর নির্যাতনের একটি ভিডিও হাতে পেয়েছি।’

মুঠোফোনে অভিযুক্ত জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ‘এলাকায় যাতে আর কোনও সময় গরু চুরির মতো ঘটনা না ঘটে, পুরো এলাকাবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এটি করা হয়েছে।’

উখিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর মোরশেদ বলেন, ‘আমি মাত্র থানায় যোগদান করেছি। অভিযোগটি আমার কাছে এখনও আসেনি। এ রকম অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা