X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

টানা বৃষ্টিতে ডুবে গেছে নীলফামারীর নিম্নাঞ্চল

নীলফামারী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৮

 




টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তা গত সাত দিনের টানা বৃষ্টির ফলে শনিবার (২৬ সেপ্টেম্বর) নীলফামারীর নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে ডুবে গেছে শহর ও গ্রামের রাস্তাঘাট, বসতবাড়ির আঙিনা ও ফসলি জমির মাঠ। বেড়েছে ছোট বড় নদীর পানি।










জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া চিকলি নদীর তীরবর্তী প্রায় ৫০০-৭০০ পরিবারের বাড়িঘরে পানি উঠার উপক্রম হয়েছে। আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষজন।

কুমারগাড়ী গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন (৬৮) জানান, আমার বাড়ি নদী তীরবর্তী হওয়ায় পরিবার পরিজন নিয়ে আতঙ্কে আছি। বিষয়টি নিশ্চিত করেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।
এদিকে, জেলা শহরের নিউবাবুপাড়া, সওদাগর পাড়া, বারাইপাড়া, মিলন পল্লী, বাবুপাড়া, সবুজ পাড়া, শাহীপাড়া’সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট তলিয়ে গেছে।
সদরের রামনগর ইউনিয়নের চাঁদের হাট কলেজ পাড়া গ্রামের বাসিন্দা পরিতোশ রায় (৩২) মুঠোফোনে জানান, এলাকার শতাধিক বাড়ির উঠানে পানি জমেছে। পানবন্দি হয়েছে অনেকে মানুষ। চুলা জ্বালিয়ে রান্না করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায়।
বেড়েছে মানুষের ভোগান্তি নীলফামারী পৌর শহরের শাহীপাড়া, নিউবাবুপাড়া মহল্লার বাসিন্দা যথাক্রমে জুয়েল ইসলাম (২৮) ও বিপ্লব হোসেন (৩৪) জানান, গত রবিবার থেকে অনবরত বৃষ্টির কারণে অলিগলি ডুবে যায়। নিউবাবু পাড়ার মুরগি হাটি মহল্লায় পানি নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে বাড়ির উঠানে পানি জমে যায়। পথচারী ও বয়স্করা পড়েছেন বড় বেকায়দায়। তাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। টানা বৃষ্টি আর করোনা শ্রমজীবি মানুষকে নাজেহাল করে তুলছে।
বাবুপাড়ার গৃহিনী গোলাপী বেগম জানান, সাত দিনের টানা বৃষ্টিতে বাসার পাশের ড্রেনগুলো উপচে রাস্তাঘাট ও বাড়িঘরের আঙিনা পানিতে ডুবে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এমন হয়েছে বলে, এলাকাবাসীর অভিযোগ। শহরের বিভিন্ন রাস্তাঘাটে থমকে গেছে যান চলাচল। পথচারীরা হাঁটু পানি পেরিয়ে চলাচল করছে।
সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া সহকারী লোকমান হাকিম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতি আরও দুই-তিন দিন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, তিস্তা ব্যারাজের গেজ পাঠক নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্টে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৬ মিলিমিটার।
ডালিয়া পানি উন্নয়ন বোডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তিস্তা নদী’সহ জেলার চারালকাটা, যমুনেশ্বরী, চিকলি, কুমলাই, দেওনাই নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিপৎসীমার (৫২.৬০) ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ওই পয়েন্টে শুক্রবার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহ অব্যাহত ছিল।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া