X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আহলে সুন্নত ও হেফাজতের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:২০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৩

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তিকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ শাখা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে৷ দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে সভা-সমাবেশের ক্ষেত্রে নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন৷ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার এবং খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল পর্যন্ত সড়কে এই ১৪৪ ধারা বহাল থাকবে।

১৪৪ ধারা জারি করে দেওয়া আদেশে জেলা ম্যাজিস্ট্রেট উল্লেখ করেছেন, যেকোনও ধরনের জটলা, সভা, মিছিল কিংবা সমাবেশ অথবা যেকোনও ধরনের অস্ত্র বহন ও সন্দেহজনক ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত এলাকায় শান্তিশৃঙ্খলায় ব্যাঘাত সৃষ্টি করে এবং উৎসাহ প্রদান করে এমন কোনও কাজ করা যাবে না। সমাবেশের উদ্দেশ্যে কোনও মাইক বা হর্ন ব্যবহার করা যাবে না। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এই আদেশের আওতার বাইরে থাকবে এবং এই আদেশ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সভা-সমাবেশের ক্ষেত্রে নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ কোনও মাইক বা কিছুই বাজানো যাবে না৷ আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে৷

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে ডিজিটাল আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে মুফতি আলাউদ্দিন জেহাদীকে। তাকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলন ডেকে গণজমায়েতের ঘোষণা দিয়েছিল নারায়ণগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই গণজমায়েত প্রতিরোধের ঘোষণা দেয় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখা। হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জের আমির ঘোষণা দিয়েছেন, যদি আহলে সুন্নাত ওয়াল জামাত গণজমায়েত করে তবে তা রক্ত দিয়ে হলেও প্রতিহত করা হবে। দু’পক্ষ পাল্টাপাল্টি গণজমায়েতের ডাক দেওয়ায় নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা