X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির আমন

নেত্রকোনা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৫

টানা বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে বন্যার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় পঞ্চমবারের মতো তলিয়ে গেছে রোপা আমনের ফসল। একই সঙ্গে তলিয়ে গেছে নেত্রকোনা-সিধলী-কলমাকান্দা সড়ক। এরইমধ্যে পানি উঠতে শুরু করেছে বসতবাড়িতে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, ১০ উপজেলার কমপক্ষে ৫০টি ইউনিয়নের ১২ হাজার হেক্টর জমির রোপা আমন তলিয়ে গেছে। তবে বেসরকারিভাবে স্থানীয় কৃষকরা বলছেন এই ক্ষতির পরিমাণ আরও বেশি।

গত দশ দিন ধরে টানা বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে বন্যার। এরইমধ্যে নেত্রকোনার ধনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি নদীগুলোর পানিও যেকোনও সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা। টানা বৃষ্টিতে জেলার দশ উপজেলার মধ্যে বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর, সদর ও মোহনগঞ্জ উপজেলায় রোপা আমনের উঠতি ফসল তলিয়ে গেছে। এ বছর কয়েক দফা বন্যায় রোপা আমনের বীজতলা ক্ষতির পর উঠতি ফসল ডুবে যাওয়ায় সামনের দিনগুলো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

জেলার কলমাকান্দা উপজেলার সিদলী গ্রামের বাসিন্দা কাজল মিয়া বলেন, ‘প্রথমবার বন্যায় বীজতলার ক্ষতি হলো। তারপর আবার বীজতলা তৈরি করলাম, আবার বন্যায় ক্ষতি হলো। এভাবে পরপর পাঁচবারের বন্যার ক্ষতি পোষানো নিয়ে প্রতিটি কৃষকের এখন দুশ্চিন্তা, কী হবে আগামী দিনগুলোতে, কীভাবে চলবেন তারা।’

আগামীতে কৃষকদের প্রণোদনার আশ্বাস দিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বলেন, ‘এই প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবিলায় আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছি। তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রণোদনার ব্যবস্থা করা হবে। পরে প্রণোদনা হিসেবে কৃষকদের সার, বীজসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে।’

এ বছর  নেত্রকোনায় এক লক্ষ ৩২ হাজার ৯০০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়