X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সারা দেশে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২২

আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো রির্পোট:

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনারৃ জন্মদিনে কেক কাটা হচ্ছে গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, কেক কাটা, বৃক্ষ রোপণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তমজন্মদিন পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে সোমবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে ফাতেহা পাঠ করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, শেখ জাহাঙ্গীর, সাবেক দফতর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, জেলা পরিষদ সদস্য মো. এমদাদুল হক বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস’সহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা হয়। এ সময় সংগঠনের সভাপতি নাসিমা আক্তার রুবেল, সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

এদিকে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ৭৪টি বৃক্ষ রোপণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে। সোমবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বরে এসব বৃক্ষরোপণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালুসহ ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের থিয়েটার রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ নুরুল হক আব্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম নজরুল ইসলাম, মো. শাহীনুজ্জামান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. মহসিন উদ্দিন সিকদারসহ নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাম, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।

নাটোরে প্রধানমন্ত্রীর জন্মদিনের আয়োজন নাটোর প্রতিনিধি জানান, কোরআনখানি, কেক কাটা, আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশ-দেশের মানুষের সেবা নিশ্চিতে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নাটোরে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৯টা থেকেই শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কোরআনখানির আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এরপর কেক কাটা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সিংড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ভার্চুয়ালে সংযুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম, আব্দুর রউফ বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি।

অপরদিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার পুরুষোত্তম বাটী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। সজীব ওয়াজেদ জয় পরিষদ নলডাঙ্গা উপজেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করে। আয়োজক কমিটির সভাপতি শফিউল ইসলাম শুভর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ফখরুদ্দীন ফুটু ও মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয় চবি প্রতিনিধি প্রতিনিধি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় ঘরোয়া পরিবেশে উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে কেক কেটে জন্মদিন উদযাপনের সূচনা করা হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের মুখে হাসি ফোটানো এক সফল রাষ্ট্র নায়ক। তাঁর সৃষ্টিশীল চিন্তা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, অর্থনীতি, তথ্য-প্রযুক্তির আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের ‘রোল মডল’। এ মহান রাষ্ট্র নায়কের নিরলস পরিশ্রমের ফলে সকল সূচকে বাংলাদেশ এখন অন্য দেশের তুলনায় অনেক এগিয় যাচ্ছে। জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যরা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি পৌরসভায় মিলাদ ও আলোচনা সভা ঝালকাঠি প্রতিনিধি জানান, নানা আয়োজনে ঝালকাঠিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। সকালে ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, কাউন্সিলর তরুণ কর্মকার, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। বক্তারা শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দুলাল হাওলাদার, রফিক হাওলাদার, সচিব শাহিন সুলতানা ও নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ।

যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি যশোর প্রতিনিধি জানান, শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজে ৭৪টি গাছ রোপণ করেছে যশোর জেলা ছাত্রলীগ। একইসঙ্গে শহরের রেল স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরতলীর পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে যান। এরপর স্কুল প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষের ১০টি চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন।

এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা শহর ও শহরতলীর বিভিন্ন স্কুল-কলেজে গাছের চারা রোপণ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। উন্নত দেশে পরিণত হতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণের আহ্বান জানান তারা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা যশোর শহরের রেল স্টেশনে থাকা ছিন্নমূল মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। 

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের উদ্যাগে কেক কাটা হচ্ছে নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর দুই নং রেল গেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন নেতারা। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেদ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর বীরুসহ নেতৃবৃন্দ। বিকালে আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ সময় নেতারা বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন শেখ হাসিনা। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর মঙ্গলের জন্য মোনাজাত করা হয়।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভা এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাফজুর রহমান কালাম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ অনেকে।

সোনারাগাঁ কাচপুরের ললাটি আওয়ামী লীগ অফিসে কেক কেটে জন্মদিন পালন করা হয়। কাচপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বিপ্লব, সোহরাব হোসন প্রমুখ।

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের উদ্যাগে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মারফত আলী, এটিএম জাহাঙ্গীর, কামাল হোসেন কমল, মাছুম চৌধুরী অপু, আশিকুল ইসলাম খোকন, মুকুল পাশা, আমিন রানা, সোহেল রানা, জাহাঙ্গীর মোল্লা, ইমন হাসান প্রমুখ।

অপরদিকে কাঞ্চন পৌরসভার অডিটোরিয়ামে পৌর মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক পৌর কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটেন ও বিশেষ মোনাজাত করেন । এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ সাইফুল ইসলাম, এমায়েত হোসেন, পৌর সচিব এটিএম নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ সহকারী প্রকৌশরী হাসান আলী, আলী আকবর আবির, প্যানেল মেয়র পনির হোসেন, কাউন্সিলর মিনারা বেগম, মোস্তফা মোল্লা প্রমুখ। 

মানিকগঞ্জ জেলা পরিষদ তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা পরিষদ ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আয়োজন করে। শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ মিলনায়তনে তিন দিনব্যাপী শেখ হাসিনার বিভিন্ন ছবি নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূরে-রে- শাহওয়াজের সভাপতিত্বে  অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক মেয়র রমজান আলী, জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, লক্ষী চ্যাটার্জি, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকটে অসীম কুমার বিশ্বাস প্রমুখ।

অপরদিকে শিবালয় ও দৌলতপুরে স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এছাড়া শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এদিকে জেলা শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শেখ হাসিনার সুস্থ জীবন কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। অপর দিকে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম পৌরসভার মিলনায়তনে আলোচনা সভার পাশাপাশি কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপযাপন করেন।

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মাগুরা প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হক,  পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সালাহউদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় হয়।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে জাম ও জামরুল গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এ সময় সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বি, সাধারণ সম্পাদক রানা খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

গাজীপুরে চলছে দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুর প্রতিনিধি জানান, শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং কৃষকদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। একইসঙ্গে শ্রীপুর পৌরসভার দারুল উলুম কেওয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী জাহিদুল আলম রবিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রীপুর পৌরসভা এলাকায় এসব কর্মসূচি পালন করে।


বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ৮৯নং কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০ কৃষকের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল আকন্দ, সাবেক কাউন্সিলর আরিফ সরকার, গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত আকন্দ, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসার রাকিব, শ্রীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিমন এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ সিদ্দিকীসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।


বিকেল ৪টায় ৭নং ওয়ার্ডের আলহাজ ধনাই বেপারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক স্কুলের ২০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বই, খাতা, কলম, পেন্সিল, ছোটদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস বই বিতরণ করা হয়। সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের দারুল উলুম কেওয়া মাদ্রাসায় প্রাধনমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

নীলফমারীতে বিরতণ করা হচ্ছে বিভিন্ন সামগ্রী নীলফামারী প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন, শিশুদ্ধ পানীয় জলের জন্য নলকূপ, শিক্ষা প্রতিষ্ঠানে বই, শিক্ষা ও ক্রীড়া উপকরণ প্রদান করেছে সদর উপজেলা পরিষদ। 
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে ৪৫ জন অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন, বিশুদ্ধ পানীয় জলের জন্য ২২১টি নলকূপ, ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৯০টি ফুটবল, ১০টি ক্রিকেট সেট, ১৬০টি ভলিবল, ৭০ সেট ব্যাডমিন্টন, ৪৭০টি বাংলা ও ইংরেজি অভিধান, ২৭০টি বৈদ্যুতিক পাখা, ২৬৬ জোড়া বেঞ্চ ও ছাত্রীদের ব্যবহারে জন্য ১ হাজার ৩৩৩ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।


অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী নুরুদ্দীন আহমেদ, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী, সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে উপজেলা পরিষদ মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

হিলিতে চলছে দোয়া মাহফিল হিলি প্রতিনিধি জানান, দিনাজপুরের হিলিতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ। সোমবার রাত ৮টায় বাংলাহিলি বাজারস্থ আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগ এবং উপজেলা ও পৌর কৃষক লীগের যৌথ আয়োজনে দিনটি পালন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন উর রশীদ হারুন, হাকিমপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, উপজেলা কৃষক লীগের সভাপতি জনার্দন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মহসীন আলী, পৌর কৃষক লীগের সভাপতি মিলন মণ্ডল, সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, উপজেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি কহের উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

/আরআইজে/
সম্পর্কিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা