X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দিনে দুপুরে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই

যশোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩

 

ঘটনাস্থল




যশোর শহরের প্রাণকেন্দ্র এমকে রোডে ইউসিবিএল ব্যাংকের সামনে দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।






মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী এনামুল হককে (২৫) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বিবেচনা করে ডাক্তাররা তাকে খুলনায় রেফার করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বেলা ২টার দিকে আগমনী মটরসের মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল হক ও ইমন নামে আরেক যুবক মোটরসাইকেলে করে এমকে রোডস্থ ইউসিবিএল ব্যাংকের সামনে পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা এনামুল হকের ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। ব্যাগ ছাড়তে না চাইলে তারা এনামুলের পেটে ও হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত এনামুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।


এনামুলের সঙ্গে থাকা ইমন সাংবাদিকদের জানান, এনামুল ও তিনি মোটরসাইকেলে করে টাকা জমা দিতে ইউসিবিএল ব্যাংকে আসেন। ব্যাংকের সামনে নামতেই দুই দুর্বৃত্ত এনামুল হককে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর বোমা ফাটিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল।
দুর্বৃত্তদের হামলার চিহ্ন হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, আহত যুবকের পেট, বুক ও হাতের পাঁচ স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা একজনকে ছুরিকাঘাত করে ও ককটেল ফাটিয়ে টাকা ছিনতাই করে নিয়ে গেছে-এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। তাদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আহত ব্যক্তি কথা বলতে পারছেন না বিধায় কত টাকা ছিনতাই হয়েছে সঠিকভাবে এখনও জানতে পারিনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
আহত এনামুল যশোর শহরের বকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান