X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বোচাগঞ্জে যুবক খুন, স্বামীসহ কথিত প্রেমিকা আটক

দিনাজপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১

নিহত বিকাশের বাড়িতে শোকের মাতম দিনাজপুরের বোচাগঞ্জের পল্লীতে পরকীয়া প্রেমের জেরে এক যুবক খুন হয়েছে। জিজ্ঞাসাদের জন্য ওই যুবকের কথিত প্রেমিকা এক স্কুলশিক্ষিকা ও তার স্বামীকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাওঁ ইউনিয়নের সিলেট গ্রামের হিরা লাল মহন্তের পুত্র বিকাশ মহন্ত (২৮) গত ৩ মাস আগে বিয়ে করেন। ঘটনার আগের দিন গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই গ্রামের শিক্ষক মন্টু চন্দ্র রায়ের স্ত্রী প্রাথমিক শিক্ষিকা পপি রানী রায় তার কথিত প্রেমিক বিকাশকে মারধর করেন। তার ফোন রিসিভ না করায় তিনি বিকাশকে মারধর করেন। এরপর সন্ধ্যা থেকেই বিকাশকে আর কোথাও দেখা যায়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলহাট বাজারে উত্তরে হরিপুর গ্রামের একটি আম বাগানের ভিতর বিকাশের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় মানুষ। তাৎক্ষনিকভাবে বোচাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ বিকাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্কুলশিক্ষিকা পপি রানী ও তার স্বামী স্কুল শিক্ষক মন্টু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিকাশের শরীরের বিভিন্ন জায়গার আঘাতের চিহ্ন দেখা যায়। পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি প্রাথমিক ধারনা করছেন। হত্যাকাণ্ডের শিকার বিকাশের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করেছেন।
আটক স্কুল শিক্ষিকা পপি রানী রায় বিরল থানার শিষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও তার স্বামী মন্টু রায় কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা