X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সীমান্ত দিয়ে পাচার হচ্ছে সোনা, তিন কেজি উদ্ধার

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:১৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৩

সাতক্ষীরার বৈকারি সীমান্তে পাচারের সময় সোনাসহ আটক যুবক।

দেশের বিভিন্ন সীমান্ত পথকে সোনা পাচারের কাজে আবারও টার্গেট করেছে পাচারকারীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার বৈকারি ও যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারচেষ্টাকালে দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে বিজিবি। পাচারকারীদের একজন নারী। এ সময় উভয়ের কাছ থেকে ২৩টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারগুলোর মোট ওজন তিন কেজির বেশি।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ১ কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ সাব্বির হোসেন (১৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৪৯ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

আটক সাব্বির হোসেন সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুনার রশিদের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১ কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ ওই চোরাকারবাকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বারের বাজার মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা। এ সময় জব্দ করা হয় একটি সুজুকি মোটরসাইকেল।

তিনি আর জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

বেনাপোল সীমান্তে পাচারের সময় জব্দ করা সোনা। এসময় এর বাহক নারীকেও আটক করা হয়।

বেনাপোল প্রতিনিধি জানান, যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ১ কেজি ৫২৬ গ্রাম ওজনের ১৩টি সোনার বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। তার নাম পপি খাতুন (২৪)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের শিকড়ি গ্রামের বটতলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক নারী পুটখালী গ্রামের পশ্চিমপাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বটতলা ব্রিজের ওপর এ অভিযান চালানো হয়। আটক ১ কেজি ৫২৬ গ্রাম ওজনের ১৩ পিস সোনার বারের সিজ অবস্থায় মূল্য প্রায় ৯২ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সোহেল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটক নারীকে সোনারবারসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

/টিএন/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা