X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘শীর্ষ সন্ত্রাসী’ কালা স্বপন অস্ত্রসহ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ০৯:৪২আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১০:৪১

স্বপন মিয়া ওরফে কালা স্বপন গাজীপুর মহানগরীর কথিত শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি স্বপন মিয়া ওরফে কালা স্বপনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে এই খবর নিশ্চিত করেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন। মহানগরের হাড়িনাল (লেবু বাগান) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্বপন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সদর এলাকার রতন মিয়ার ছেলে।

আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ১২ সেপ্টেম্বর মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গাজীপুর মহানগরের বরুদা এলাকার নৈশপ্রহরী শেখ ফরহাদুল ইসলাম ওরফে নয়নকে (৪৫)  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নয়ন তার মৃত্যুর জন্য কালা স্বপন ও তার সহযোগীদের দায়ী করে জবানবন্দি দেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে স্বপন মিয়া ওরফে কালা স্বপনকে প্রধান আসামি করে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় মামলা দায়ের করেন। পরে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের হাড়িনাল (লেবু বাগান) এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কালা স্বপনকে গ্রেফতার করা হয়। সে গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল লেবু বাগান এলাকার শুভ’র  বাড়িতে ভাড়া বাসায় থাকে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালা স্বপন জানায়, সে এর আগেও রাজনৈতিক কারণে ২০১৮ সালের ১১তম জাতীয় নির্বাচনের দিন ভোট গ্রহণ চলাকালে হাড়িনাল স্কুল কেন্দ্রের মাঠে গাজীপুর মহানগরের যুবলীগের নেতা লিয়াকতকে খুনের ঘটনায় জড়িত ছিল। কালা স্বপন ভাড়াটে ক্যাডার হিসেবে কাজ করতো।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই