X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বন্যার পানি বৃদ্ধির হার কমলেও বেড়েছে দুর্ভোগ

নাটোর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ১৫:২০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৫:২২

বন্যার পানি বৃদ্ধির হার কমলেও বেড়েছে দুর্ভোগ

উজান থেকে নেমে আসা পানিতে গত ২৪ ঘণ্টায় নাটোরের সিংড়ার আত্রাই নদীর পানি বৃদ্ধির হার কমলেও বেড়েছে ক্ষতি আর দুর্ভোগ। ইতোমধ্যেই দুটি বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। ভেঙেছে কয়েকটি বাড়ি। দীর্ঘদিন নদীর ড্রেজিং না হওয়া, নদী ও বিলের সংযোগ বন্ধ করা, খাল ভরাট ও বিলের আয়তন কমে যাওয়াকেই এমন দুর্যোগের জন্য দায়ী মনে করছে সংশ্লিষ্টরা।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বারনই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। বিল এলাকা ছাড়াও পানি প্রবেশ করেছে পৌর এলাকায়। এমন অবস্থায় ক্ষণে ক্ষণে পানিবন্দি হচ্ছে নতুন এলাকার মানুষ। বাড়ছে আশ্রয়কেন্দ্রে পরিবারের সংখ্যা। তবে বন্যার্ত পরিবারের সদস্যদের সার্বক্ষণিক খোঁজ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বৃদ্ধি কমার সঙ্গে সঙ্গে পৌর অঞ্চলের পানিবন্দি দশার উন্নয়ন হয়েছে। কিন্তু গত ২৪ ঘণ্টার মধ্যে পৌর এলাকার শোলাকুড়া মহল্লা ও তাজপুর ইউনিয়নের তাজপুর-হিয়াতপুর বাঁধ ভেঙে গেছে। এতে নতুন করে ওই এলাকার বিভিন্ন পরিবার পানিবন্দি হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৫০টি বাড়ি হুমকির মুখে পড়েছে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, বৃহস্পতিবার সকাল থেকেই সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমার ১১১ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বুধবার ছিল ১০৫ সে.মি এবং মঙ্গলবার ছিল ৯০ সে.মি। অপরদিকে নলডাঙ্গার বারনই নদীর পানি বৃহস্পতিবার সকাল থেকেই বিপৎসীমার ৩৪ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে. যা বুধবার ছিল ২০ সে.মি এবং মঙ্গলবার ছিল বিপৎসীমার ১১ সে.মি ওপরে।

তিনি আরও জানান,আত্রাই নদীর পানি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের হুরাসাগর হয়ে যমুনায় মেশে। এই পথের অনেক জায়গায় সোঁতিজাল দেওয়ায় নদীর পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করার কারণেও বন্যার পানি নামতে দেরি হয়। ফলে মানুষের দুর্ভোগের সময় বৃদ্ধি পাচ্ছে। তবে দ্রুতই নদী ড্রেজিং, খাল খননসহ বিভিন্ন কার্যক্রম শুরু হবে বলেও আশ্বস্ত করেন নির্বাহী প্রকৌশলী।

 

/এএইচ/
সম্পর্কিত
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া