X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বন্ধুর সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

দিনাজপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ১৮:৪১আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৮:৪৫

 




পুলিশের হাতে আটক দুুই অভিযুক্ত দিনাজপুরের বিরামপুরে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের পিতার দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।










শনিবার (১৭ অক্টোবর) ভোরে পুলিশ উপজেলা শহরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করে। তারা হলেন- বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২০) ও একই গ্রামের এনামুল হকের ছেলে সুমন আহমেদ এস্তামুল (২৪)। 


এদিকে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর শহরের স্থানীয় ওই দুই যুবক মেয়েটিকে বিয়ের প্রলোভনসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে নাহিদ তার সহযোগী বন্ধু সুমনকে নিয়ে ছাত্রীকে মুখ চেপে ধরে বাড়ি থেকে বের করে আনে। পরে বাড়ির পাশে কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার বন্ধু সুমন পাহারায় ছিল। ধর্ষণের সময় স্থানীয়রা ওই ছাত্রীর শব্দ শুনে ঘটনাস্থলে আসলে দুই যুবক পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাতেই বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ভিকটিমের বাবা মামলা করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
ভোজ্যতেলের মূল্য নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীআগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০