X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মানুষ কিন্তু উন্নয়নের চেয়ে অপকর্মের কথাই বেশি মনে রাখে: জি এম কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ২০:০৯আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২০:৩৯

সোনারগাঁয় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে পারে। কিন্তু মানুষ উন্নয়নের চেয়ে অপকর্মের কথাই বেশি মনে রাখে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক অপকর্মে জড়িয়ে পড়েছে।’

শনিবার (১৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংসদে বিরোধী দলীয় এই উপনেতা বলেন, ‘বাংলাদেশে ৩০-৪০টি নিবন্ধিত দল আছে। কিন্তু মানুষ চেনে মাত্র তিনটি দলকে। সরকারি দল আওয়ামী লীগের বিকল্প হিসেবে দেশে বিএনপি ও জাতীয় পার্টিকে মানুষ চেনে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি গত ৩০ বছর ধরে অনেক নির্যাতন-নিপীড়ন সহ্য করে টিকে আছে। জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। সামনের দিকে এই পার্টির অনেক ভবিষ্যৎ রয়েছে। আর বিএনপির সংগঠন ও সমর্থন থাকলেও নেতৃত্ব সংকটের কারণে ঘুরে দাঁড়াতে পারছে না। তাই তাদের সম্ভাবনা নেই। যে কারণে মানুষ জাতীয় পার্টিকে বেছে নিয়েছে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘সোনারগাঁ পৌরসভার নির্বাচনে ডালিয়া লিয়াকত মেয়র পদে নির্বাচন করলে আমার দোয়া রইলো।’ সোনারগাঁ জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন

দলের সোনারগাঁ উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবালসহ অনেকে।

জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বলেন, ‘জাতীয় পার্টির আমলে দেশে সন্ত্রাস ছিল না। বর্তমানে দেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছি। সরকার আমাদের দাবির প্রেক্ষিতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করে আইন করেছে। দেশ হত্যাকাণ্ডের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন রয়েছে। কিন্তু বাংলাদেশে হত্যাকাণ্ড কমছে। বিচার ঝুলে থাকার কারণে হত্যা বন্ধ হয়নি। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইনে থাকলে হবে না, বিচার ব্যবস্থার মাধ্যমে সেটি দ্রুত কার্যকর করতে হবে।’

 

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন