X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ২১:২০আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:২৩

‘ইসলামী বিশ্ববিদ্যালয়’, কুষ্টিয়া নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নির্মাণ শ্রমিক। ওই শ্রমিকের নাম মো. মনিরুল ইসলাম (২৫)। সোমবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নির্মাণাধীন পঞ্চম তলার মেঝে থেকে পড়ে তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে।

নিহত শ্রমিকের বাড়ি কুষ্টিয়ার হরিণারায়নপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে। নিহতের দুই বছরের একটি শিশু সন্তান আছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের পঞ্চম তলায় তিনি কাজ করছিলেন। নির্মাণাধীন ওই ছয়তলা ভবনের পঞ্চম তলার দক্ষিণ-পশ্চিম কর্ণারে তিনি পাইপের কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ পা ফসকে ভবনের একদম নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মাথার ফিনকি দিয়ে অনবরত রক্ত ঝরছিল। এ সময় তার কয়েকটি দাঁত ও হাত-পা ভেঙে পড়ে থাকতে দেখা যায়। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশল আলীমুজ্জামান টুটুল জানান, বেখেয়ালী হয়ে ঐ শ্রমিক কাজ করছিল হয়তো। না হলে পঞ্চম তলার মেঝে থেকে কিভাবে পড়েন? তিনি তো খোলা ছাদের উপর ছিলেন না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। মারাত্মক আঘাতের দরুণ ঘটনাস্থলেই ঐ শ্রমিকের মৃত্যু হয়। তার লাশ আমরা ইবি থানায় পাঠিয়েছি। 

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠাবো। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেবো।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি