X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভুয়া সনদপত্রে নিকাহ রেজিস্ট্রার নিয়াগের অভিযোগ

মাসুদ আলম, কুমিল্লা
২১ অক্টোবর ২০২০, ১৬:১৪আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৬:১৮

ভুয়া সনদপত্রে নিকাহ রেজিস্ট্রার নিয়াগের অভিযোগ

 

কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া সনদপত্রে নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের অভিযোগ উঠেছে ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে বলা হচ্ছে, তার আলিম ও দাওরা পাসের কোনও সার্টিফিকেটই সঠিক নয়। মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে অর্থের বিনিময়ে জালিয়াতি করা সার্টিফিকেট দাখিল করে আইন মন্ত্রণালয় থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) লাইসেন্স বানিয়ে নিয়েছেন তিনি। ইব্রাহিম কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের আলী আহম্মদের ছেলে। তিনি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে রয়েছেন।

নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগে দাখিলকৃত আলিম ও দাওরা পাসের সার্টিফিকেট তদন্ত করে দেখা যায়, ১৯৯৯ সালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কমলপুর জোলাই দারুল উলূম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম এবং ২০১৮ সালে কুমিল্লার বদরপুর ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দাওরা পাসের সার্টিফিকেটসহ সব সনদপত্র ভুয়া।

কারণ কাজী ইব্রাহিম যে মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন সেই মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হালিম জানান, জোলাই দারুল উলূম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৯৯৯ সালে মো. ইব্রাহিম খলিল নামে কোনও ছাত্রের তথ্য তাদের কাছে নেই। আলিম পরীক্ষার ১৯৯৯ সালের টেবুলেশন শিট যাচাই করে ইব্রাহিম খলিল, পিতা- কাজী আলী আহমেদ, রোল- ১৪৮৪৫০, রেজি: ০১৭৫০৯/১৯৭৯ এই ধরনের কোনও তথ্য পাওয়া যায়নি।

যদিও নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে নিয়োগের জন্য মাদ্রাসাবোর্ড থেকে আমিল পাসে সার্টিফিকেট বাধ্যতামূলক বলে জানান উপজেলা সাব-রেজিস্ট্রার।

আলিম পরীক্ষার সার্টিফিকেট নেই বলে অভিযুক্ত কাজী ইব্রাহিম খলিল স্বীকার করে জানান, তিনি আলিম পরীক্ষা দেননি। তবে দাওরা পাসের সার্টিফিকেট সঠিক। মন্ত্রণালয় কাগজপত্র দেখে তাকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে মোকাম ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদটি শূন্য হয়। পরবর্তীতে বুড়িচং সাব-রেজিস্ট্রার অফিস উক্ত পদে কাজী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু তৎকালীন উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া একটি প্যানেল তৈরি করেন। ওই প্যানেলে ভুয়া সনদধারী কাজী ইব্রাহীম খলিল ও তার ভাগিনা হাবিবুর রহমান এবং ভুয়া অন্য আরেকজনকে দিয়ে তিন জনের এই প্যানেলের কাগজপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করেন। পরবর্তীতে অর্থের বিনিময়ে উপজেলা সাব-রেজিস্ট্রারের যোগসাজশে ওই প্যানেল থেকে ভুয়া সনদধারী ইব্রাহীম খলিলকে কাজী পদে নিয়োগ প্রদান সহায়তা করেন। প্রকৃতপক্ষে ইব্রাহীম খলিল আলিমের সার্টিফিকেট নেই। এদিকে আবার দাওরা পাশের সরকারি কোনও স্বীকৃতি নেই।

এই বিষয়ে বুড়িচং উপজেলার সাব-রেজিস্ট্রার রিয়াজুল ইসলাম বলেন, 'সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ দিয়ে থাকেন। কাজী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা কমিটির সদস্য সচিব হিসেবে যাচাই করি। তবে কাজী নিয়োগে মাদ্রাসার ছাত্র এবং বাধ্যতামূলক আলিম পাস হতে হয়। অভিযুক্ত ইব্রাহিম হয়তো কোনোভাবে জালিয়াতি করে নিকাহ রেজিস্ট্রারের নিয়োগ নিয়েছেন। তাদের নিয়ন্ত্রণ করেন জেলা রেজিস্ট্রার কার্যালয়।'

ভুয়া সনদপত্রে কাজী নিয়োগের বিষয়ে কুমিল্লা জেলা রেজিস্ট্রার মো. আনোয়ারুল হক চৌধুরীর বলেন, 'কাজী ইব্রাহিম বাছাইকৃত প্যানেলের মাধ্যমে মন্ত্রণালয় থেকে নিয়োগ পেয়েছেন। ওই প্যানেলটি স্থানীয় সংসদ সদস্য নির্বাচন করেন। তারপরও আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখবো।'

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে