X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ধর্ষণের শিকার ছাত্রীর সুবিচার পাওয়া নিয়ে শঙ্কা কাদের সিদ্দিকীর

টাঙ্গাইল প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ১৮:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১১

টাঙ্গাইলের গোপালপুরে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার তিন দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে নির্যাতনের শিকার কলেজছাত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী সুবিচার পাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম চিকিৎসাধীন ওই ছাত্রীর খোঁজ নিতে হাসপাতালে যান। এছাড়া তিনি বুধবার গোপালপুরে ওই কলেজছাত্রীর বাড়িতেও গিয়েছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘মেয়েটির স্বাস্থ্যগত এবং মামলার অগ্রগতি বিষয়ে হাসপাতালের পরিচালক ও পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে প্রভাবমুক্ত তদন্তের আহবান জানিয়েছি।’

ওই কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য, হুমকিসহ বিভিন্ন লেখা পোস্ট করে প্রচারণা ও সামাজিকভাবে নিগৃহ করার চেষ্টা করছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দীন বলেন, ‘কলেজছাত্রীকে নির্যাতন ও ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।’

প্রসঙ্গত, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই কলেজছাত্রী বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্বমোহনপুর ও নুটুরচর এলাকার একটি ব্রিজের কাছে পৌঁছালে কাগুজীআটা গ্রামের পাঁচ জন মিলে তাকে তুলে নিয়ে যায়। পরে চরের একটি পরিত্যক্ত বাড়িতে তার ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। ভোরে তাকে নদীর পাড়ে ফেলে রেখে যায় অভিযুক্তরা। এরপর মেয়েটি গত ২০ অক্টোবর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রীর মা বাদী হয়ে উপজেলার কাগুজীআটা গ্রামের সালামের ছেলে শফিকুল (২৫), আব্দুর রশিদের ছেলে এনামুল (২৮), মুনসব আলীর ছেলে জালাল (৩৮), আব্দুল খালেক (৪২), শুক্কুর আলীর ছেলে আলতাব হোসেনের (৪২) বিরুদ্ধে মামলা করেন।

বাংলাদেশ মানবাধিবার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ বলেন, ‘ধর্ষণের মেডিক্যাল রিপোর্ট পেতেই হবে এরকম কোনও বাধ্যবাধকতা নেই। সামাজিক পারিপার্শ্বিক অবস্থা এবং ভিকটিমের জবানবন্দির ভিত্তিতেও বিজ্ঞ আদালত ইতোপূর্বেও আসামিদের শাস্তি দিয়েছেন। হাইকোর্টেরও এমন নির্দেশনা আছে।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিরা পলাতক।’ খুব দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক