X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইনে প্রথম সাজা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ১১:৫০আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১১:৫১

 

আদালত খাগড়াছড়িতে প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইনে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায়ে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তেলের বোতলের মোড়কে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকায় এই সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে এই রায় দেন খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম। রায় দেওয়ার পর সাজাপ্রাপ্ত চট্টগ্রামের মের্সাস সফি অয়েলের মালিক জাফর আহম্মদকে জেলে পাঠানো হয়।

মামলার বাদী মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি পরিদর্শক সুরেশ চাকমা জানান, তার নিয়মিত কাজের অংশ হিসেবে গত ২৯ ডিসেম্বর তিনি জেলার মহালছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন।  এসময় তিনি শাহদাৎ স্টোরে ডলফিন সরিষার তেলের বোতলে মোড়কীকরণের তারিখ, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ পাননি। পরে চলতি বছরের ২১ জানুয়ারি আদালতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (গ) ধারায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় চট্টগ্রামের সফি অয়েল মিলস এর মালিক জাফর আহম্মদকে।

মামলাটি সাক্ষ্য প্রমাণে প্রমানিত হওয়ায় ২২ অক্টোবর বিকালে এই মামলার রায় দিয়ে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি জানান, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে আগেও অভিযান পরিচালনা করা হয়েছে, এখনও চলমান রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, খাগড়াছড়ি জেলায় খাদ্য আইনে এটিই প্রথম রায়। মাত্র ১০ মাসে মামলার রায় হয়েছে, যা ভেজালকারীদের জন্য এটি দৃষ্টান্ত বলে তিনি মনে করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন