X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ৬০ হাজার পরিবার পানিবন্দি

বাগেরহাট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ১৮:৩৮আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৮:৩৮

প্লাবিত এলাকা বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত তিন দিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৬০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রবল বর্ষণে ঢুবে গেছে ১০ হাজার চিংড়ি ঘের। শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নের ৪০টি গ্রাম এখন পানির নিচে। হাজার হাজার পরিবারের বসত ঘরে হাঁটু পানি হয়ে গেছে। শরণখোলায় আঞ্চলিক মহাসড়কের ৪টি স্থানে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সরকারি খাদ্য গুদাম।

এদিকে জেলার মোড়েলগঞ্জ, রামপাল, মোংলা, বাগেরহাট সদর, চিতলমারী, ফকিরহাট ও মোংলা উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়ে ঘরবন্দি হয়ে পড়েছে আরও ৪০ হাজার পরিবার। এসব এলাকায় ঘরে পানি ঢুকে পড়ায় অনেকেই রান্না করতে পারছেন না। অসময়ে অবিরাম ভারী বৃষ্টিপাতে বাড়িঘর তলিয়ে যাওয়া পরিবারগুলো অবর্ণনীয় দুর্দশায় পড়েছে।

প্লাবিত এলাকা শনিবার পর্যন্ত ৩ দিনের ভারী বৃষ্টিপাতে জেলার পানের বরজসহ ৪০ হেক্টর শীতকালীন বিভিন্ন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শনিবার পর্যন্ত জেলার ৯ হাজার ৭৬১টি চিংড়ি ঘের ও পুকুর ডুবে গেছে বলে জানা গেছে। এতে ক্ষতি হয়েছে ৫ কোটি ৪০ লাখ টাকার।

প্লাবিত এলাকা শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, ‘শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে মানুষের দুর্ভোগের চিত্র দেখেছি। দ্রুত পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সব স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় এক্সক্যাভেটর মেশিন দিয়ে বাঁধ কেটে সরকারি খাদ্য গুদামের পানি সরানোর কাজ চলছে। বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলমান রয়েছে।’ প্লাবিত এলাকা

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট