X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জেলেদের হামলায় নৌপুলিশের ১২ সদস্য আহত

চাঁদপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১৬:০২আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৬:০২

হাসপাতালে আহত পুলিশ সদস্যরা চাঁদপুরে জেলেদের হামলায় নৌপুলিশের ১২ সদস্য আহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি নিক্ষেপ করে।

আহতরা হলেন—পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম (৪১), এসআই ইলিয়াস, নায়েক শাহজালাল (৪০), ইকবাল (৩৪), কনস্টেবল ফেরদৌস শেখ (২৬), কাউসার (৩০), আল মামুন (৩৪), আমিন (৩৪), হেলাল উদ্দিন (৫৪), নিলয় দেব (২৮), মুনায়েম (২৬) ও প্রসেনজিৎ।

হাসপাতালে আহত পুলিশ সদস্যরা নৌপুলিশ জানায়, নৌপুলিশ (হেডকোয়ার্টার) এর অ্যাডিশনাল ডিআইজি নজরুল ইসলাম, পুলিশ সুপার শফিকুল ইসলাম, এসপি বসু মিয়া, ফরিদুল ইসলাম, মীনা মাহমুদা, এএসপি ফরিদা পারভিনসহ নৌপুলিশের সদস্যরা গত রাতে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে যৌথ অভিযান শুরু করেন। মুন্সীগঞ্জ থেকে শুরু হওয়া এ অভিযান চাঁদপুরের মতলব উত্তর ও শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় চলে। অভিযানে তারা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও দুই শতাধিক নৌকা ফুটো করে দেন। অভিযানের একপর্যায়ে চাঁদপুরের রাজরাজেশ্বর এলাকায় এলে তারা ৭ জেলেকে আটক করেন।

আটক জেলারা হলেন মতলব উত্তরের আমিরাবাদ এলাকার ওমর ফারুক, কামিল হোসেন, মো. রুবেল, খলিল, শাহজালাল, নবির হোসেন ও মাহফুজ আলম। সকালে মাছ ধরা অবস্থায় তাদের আটক করা হয়।

হাসপাতালে আহত পুলিশ সদস্যরা নৌপুলিশের এএসপি ফরিদা পারভিন জানান, অভিযানের একপর্যায়ে সকালে তারা দেখতে পান, লক্ষ্মীচর এলাকায় বিপুল সংখ্যক জেলে মাছ শিকারে নদীতে নেমেছেন। এ অবস্থায় সেখানে অভিযান চালাতে গেলে নৌপুলিশ সদস্যদের ঘেরাও করেন জেলেরা। জেলেরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে লাঠিসোটা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ অবস্থায় তারা আত্মরক্ষার্থে ৪৭ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেন। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নৌপুলিশের পরিদর্শক মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় প্রায় ৮০ জন নৌপুলিশ সদস্য নিয়ে আমরা অভিযান শুরু করি। অভিযানে কয়েকজন জেলেকে গ্রেফতারও করি।’ তিনি বলেন, ‘আমরা চাঁদপুর-শরীয়তপুরে অভিযান পরিচালনা করি। চাঁদপুরের লক্ষ্মীচর এলাকায় যখন দেখলাম বিপুল সংখ্যক লোক নৌকাযোগে অবৈধভাবে ইলিশ ধরছে, তখন আমরা নৌকা ও জাল জব্দ করতে গেলে তারা চতুর্দিক থেকে আমাদের ঘিরে ফেলে এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা