X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হিলিতে কমতে শুরু করেছে আলুর দাম

হিলি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ১৭:০৫আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৭:০৭

হিলিতে কমতে শুরু করেছে আলুর দাম সরকার আলুর দাম পুনঃনির্ধারন করে দেওয়ার পর দিনাজপুরের হিলি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। কমতে শুরু করেছে সবধরনের আলুর দাম। বর্তমানে সব ধরনের আলু সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। আগের তুলনায় আলুর দাম কমায় কিছুটা স্বস্তি ফিরলেও এখনও দাম বাড়তি থাকার কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদারের পাশাপাশি সরকারিভাবে টিসিবির মাধ্যমে আলু বিক্রির দারি জানিয়েছেন তারা।
সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বাজারে নির্ধারিত মূল্যেই আলু বিক্রি শুরু হচ্ছে। বর্তমানে গুটি ও কাটিনাল আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু দোকানে ৩৬ টাকাও বিক্রি করতে দেখা গেছে। তবে এসব আলু আগে ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হয়েছিল।
বাজারে আলু কিনতে সিদ্দিক হোসেন ও মনিরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, আলুর দাম কয়েকদিন আগে ৪০/৪৫ টাকা এমনকি ৫০ টাকায়ও উঠে গিয়েছিল। বর্তমানে আলুর দাম কিছুটা কমেছে। তবে আলুর দাম এখনও আগের তুলনায় বেশ বাড়তি রয়েছে। যার কারণে আমাদের মতো খেটে খাওয়া মানুষকে বিপাকের মধ্যে পড়তে হচ্ছে।
হিলি বাজারের আলু বিক্রেতা সরোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার আলুর দর নির্ধারণ করে দেওয়ায় আমরা কিছুটা কম দামে কিনতে পারছি যার কারণে কিছুটা কম দামে বিক্রি করতে পারছি। বর্তমানে গুটি ও কাটিনাল জাতের আলু পাইকারিতে আমরা ৩৪ টাকা কেজি কিনছি আর আমরা বিক্রি করছি ৩৫ টাকা কেজি দরে। এর আগে বাড়তি মূল্যে কিনতে হওয়ায় ৪০/৪৫ টাকা কেজি বিক্রি করতে হয়েছিল যার কারণে আলুর বেচাকেনাও কমে গিয়েছিল বর্তমানে দাম কিছুটা কমায় বেচাকেনাও ভালো হচ্ছে। সরকার যদি কোল্ড স্টোরেজগুলোর দিকে আরও নজরদারি বাড়ায় বা ব্যবস্থা নেয় তাহলে আলুর দাম কমে আসবে বলেও জানান।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি ও মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি। কেউ যদি সরকারি সেই নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন