X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীকে নির্যাতনের প্রতিবাদ করায় আঙুল কেটে দিলো প্রভাবশালীরা

জামালপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ১৭:৩২আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৭:৩২

 




ভুক্তভোগী আঃ ছামাদ জামালপুরের বকশীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধীকে বিদ্রুপ করে নির্যাতনের প্রতিবাদ করায় স্থানীয় নিরীহ ব্যক্তির হাতের আঙুল কেটে দিয়েছে প্রভাবশালীরা।
এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বকশীগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে নুর ইসলাম (৪০) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বগারচর ইউনিয়নের ধারারচর নয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী আঃ ছামাদ জানান, শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তার নিকট আত্মীয় বিপ্লব মিয়া (১৭) নামে এক মানসিক প্রতিবন্ধীকে বিদ্রুপ করে শারীরিকভাবে নির্যাতন করেন ধারারচর নয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জিয়া মিয়া (৩৫)।
ঘটনায় একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আঃ ছামাদ মিয়া ও তার চাচা সরু মিয়া এর প্রতিবাদ জানালে তাদের উপর ক্ষিপ্ত হয় প্রভাবশালী নুর ইসলাম, জিয়া মিয়া, অমিল হক, আলী হোসেন, রুহুল আমিন ও তাদের লোকজন। আঃ ছামাদের চাচা সরু মিয়া অভিযুক্তদের সামনে দিয়ে যাওয়ার সময় তারা সরু মিয়ার পথ রোধ করে হামলা চালায়। সরু মিয়ার ডাক চিৎকারে আঃ ছামাদ এগিয়ে আসলে তারা রামদা দিয়ে আঃ ছামাদের দুটি আঙুল কেটে দেয়। এ সময় তারা সরু মিয়ারও দুটি আঙুল কেটে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালায় ওই প্রভাবশালীরা।

হাসপাতালে চিকিৎসাধীন সরু মিয়া ওই হামলায় ছাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম, তোতা মিয়ার ছেলে আক্কাছ আলী আহত হয়। আঃ ছামাদ (৩৫) ও সরু মিয়াকে (৪৫) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আঙুল কেটে দেওয়ার ঘটনায় রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বকশীগঞ্জ থানা পুলিশ ওই গ্রামের অভিযুক্ত মৃত জমশের আলীর ছেলে নুর ইসলামকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আঃ ছামাদ বাদী হয়ে ৯ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আবদুল আজিজ জানান, রবিবার সন্ধ্যায় আসামি নুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। বাকি অভিযুক্তদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা