X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সড়কে প্রাণ গেলো দুজনের

রাজশাহী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৫:১০আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৫:১৭

রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর ও মোহনপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুর্গাপুরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৫০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হন। আর মোহনপুরে বিদিরপুর বাজারে মহাসড়কে বাসের চাপায় নাসির উদ্দিন (৩৮) নামের পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি পুলিশ নিশ্চিত করেছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, 'বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৮টায় বিদিরপুর বাজারের সামনের মহাসড়কে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিদিরপুর বাজারে পৌঁছে প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে পথচারী নাসির উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন চার জন।'

আহতরা হচ্ছেন- মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের রাকিব হোসেন (২৩), কাশিমালা গ্রামের আবুক কালাম (৪৫), গোদাগাড়ী উপজেলার প্রসাদপুর গ্রামের রায়হান হোসেন (৩০), রাজশাহী মহানগর চন্দ্রিমা থানার কেদাতুল এলাকার মোসলেম উদ্দিন (৫০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, 'বাসের চাপায় নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। থানা ইউডি মামলা হয়েছে। পরে বাস জব্দ করেছে পুলিশ। চালক পলাতক রয়েছে।'

অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কণা জানান, বুধবার সকালে দুর্গাপুর থেকে তাহেরপুরের উদ্দেশে যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম। এসময় দুর্গাপুর উপজেলার উজালখলসী গ্রামের জাগিরপাড়া কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা পানবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী আব্দুস সালাম। এরপর দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত অবস্থায় আবদুস সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করে। পরে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে তিনি মারা যায়।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি